লক্ষ্যটা ছিল অনেক বড়। ১৬ ওভারে করতে হবে ১৭১ রান। নেপিয়ারে এ লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের শুরুটা ভালোই ছিল। বিশেষ করে সৌম্যর ঝড়ো ব্যাটিং। কিন্তু সৌম্যর মতো আর কেউ জ্বলে উঠতে পারেনি। মিডল অর্ডারের সবাই গেছেন আর এসেছেন। ফলে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ হেরেছে ২৮ রানে, বৃষ্টি আইনে।
ম্যাচ শেষে ব্যাটিং নিয়ে ইতিবাচক থাকলেও ফিনিশিংয়ের আফসোস রয়েছে বাংলাদেশ অধিনায়কের। উল্লেখ করেছেন শুরুতে রানের টার্গেট নিয়ে ভুলভ্রান্তিও। তিনি বলেন, ‘আমি মনে করি, শুরুতে কিছুটা বিভ্রান্তি ছিল। কারণ, ডি/এল স্কোর কত, তা আমরা জানতাম না। স্কোরবোর্ডে ক্রমাগত এটা পরিবর্তিত হচ্ছিল। এ ধরনের ঘটনা ঘটতে পারে। প্রথম পাঁচ ওভারে আমরা সঠিক পথে ছিলাম। কিন্তু আমরা শেষ করতে পারিনি। সৌম্য-নাঈম দারুণ ব্যাটিং করেছে। যে বলগুলো আমরা মিস করেছি, সেগুলো আমাদের কাজে লাগানো উচিত ছিল।’ তৃতীয় ও শেষ ম্যাচ বাংলাদেশের ১ এপ্রিল। মাহমুদউল্লাহ তাকাচ্ছেন সেই ম্যাচের দিকে, ‘টি-টোয়েন্টিতে আপনার শুরুটা মাঝে মাঝে ভালো হয়। আবার মাঝে মাঝে ভালো হয় না। কিন্তু ব্যাটিং-বোলিং যা-ই হোক না কেন, আপনাকে ভালোভাবে শেষ করতে হবে। এই ম্যাচে ব্যাটিং ইউনিট হিসেবে কিছু ইতিবাচক দিক আমরা দেখতে পারি এবং পরের ম্যাচে শক্তিশালী হয়ে ফিরে আসতে পারি।’