শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন

কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণ, থানায় মামলা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক গৃহবধু ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ওই গৃহবধু বাদী হয়ে গত বুধবার কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বান্ধাবাড়ি গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। মামলার সূত্রে জানাগেছে, মঙ্গলবার দিবাগত রাতে ধর্ষণের শিকার ওই গৃহবধু স্বামী বাড়ি ফেরার অপেক্ষায় ঘরে দরজা খুলে শুয়ে ছিলেন। এ সময় একই গ্রামের হাবিব হাওলাদারের ছেলে সাইফুল হাওলাদার(৩৫) ঘরে ঢুকে ওই গৃহবধুকে ধর্ষণ করে। এ ঘটনায় ওই গৃহবধু কোটালীপাড়া থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, গত বুধবার ধর্ষণের শিকার ওই গৃহবধুর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। আসামী সাইফুল হাওলাদারকে গ্রেফতারের চেষ্টা চলছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com