শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সাবেক ভূমিমন্ত্রীর রিট আরেক হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিককে গ্রেফতার দেখানো হয়েছে মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান উৎপাদনে ফিরলো কর্ণফুলী পেপার মিল ২০৫০ সালের মধ্যে ৪ কোটি মানুষের মৃত্যু হবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণে দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, দলবল নিয়ে ঘুরছেন পার্কে পিআইবির নতুন ডিজি ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আবদুল্লাহ ষড়যন্ত্রের ফাঁদে পোশাক শিল্প আইন আপনার হাতে তুলে নেয়ার কারো কোনো অধিকার নেই :স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীকে ক্ষমতা দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

চরফ্যাশনে ডায়রিয়ার ও করোনা রোগীর ভোগান্তি

অশোক সাহা চরফ্যাসন :
  • আপডেট সময় সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

চরফ্যাশন উপজেলায় ডায়রিয়ার প্রার্দুভাব ব্যপক হারে বৃদ্ধি পাওয়া শতাধিক রোগী ভর্তি হয়েছে। চরফ্যাশন উপজেলা প্রায় ১০লক্ষাধিক লোকের একমাত্র চরফ্যাশন হাসপাতালটি ৫০শয্যা থেকে ১০০শয্যার ভবন নির্মাণ হলেও ১০০শয্যার অনুমোদন না দেয়া ভোগান্তি প্রহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। দিন দিন ডায়রিয়ার প্রার্দুভাব বেড়েই চলছে। চরফ্যাশন বে-সরকারি হাসপাতালে প্রায় ২০জন রোগী ভর্তি রয়েছে বলে জানা গেছে। জানা যায়, গত মঙ্গলবার থেকে চরফ্যাশন হাসপাতালে ডায়রিয়া রোগি ভর্তি হতে থাকে। এক এক রোগিকে প্রায় ৮/৯হাজার স্যালাইন দিতে হচ্ছে। উপজেলার জাহানপুর গ্রাম থেকে আসা আঃ রহমান বলেন, তার বিবাহিত মেয়ে জান্নাত বেগমকে শুক্রবার রাত ৩টায় ভর্তি করা হয় হাসপাতালে তাকে ৮হাজার স্যালাইন পুশ করতে হয়েছে। রোগী এত বেশি পরিমাণ সিট বোঝাই হয়ে হাসপাতালে বারেন্দায় শুয়েই সেবা দিতে হচ্ছে ডাক্তারদের। পৌরসভা ২নং ওয়ার্ডের জাসিম উদ্দিন বলেন, তার ৪ বছরের বাচ্চাকে শনিবারে সকাল ১২টায় ভর্তি করা হয়েছে। স্যালাইন চলছে। চরফ্যাশন হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা(টিএস) ডাঃ শোভন বসাক বলেন, অতীতের তুলানায় অনেক ডায়রিয়ার রোগি ভর্তি হচ্ছে। হাপাতালে কোন সীট খালি নেই। তিনি বলেন, ১০০শয্যার হাসপাতাল হলেও আগের সেই ৫০শয্যার কাযক্রমই চলে। কিন্তু হাসপাতাল নির্মাণ করেছে ১০০ শয্যার। ৫০ সীটের স্থলে বতমানে ভর্তি রয়েছে প্রায় ১৫০জন রোগী। তাই ফেøারে শুয়েই চিকিৎসা দিতে হচ্ছে। তবে জনবল সংকট,খাবার সংকলন দেখা দিচ্ছে। ঔষধ ঠিকমত থাকলে ডাক্তারদের আবাসনের সংকট রয়েছে। একদিকে করোনা, অন্যদিকে ডায়রিয়ার রোগির প্রার্দুভাব। হাসপাতালে যতেষ্ট পরিমাণ স্যালাইন রয়েছে চিকিৎসা সেবার কোন ক্রটি নেই। চরফ্যাশন উপজেলায় ডায়রিয়া ও করোনায় আক্রান্তের সংখ্যা খুব দ্রুতই বেড়ে যাচ্ছে বলে হাসপাতাল ঘুরে জানা গেছে। হাসপাতালের তথ্য অনুযায়ি ১সপ্তাহে শতাধীক রোগী করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে আসলে নমুনা পরিক্ষায় ২৫ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। এছাড়াও ডায়রিয়াসহ করোনার লক্ষন নিয়ে ৩০জন রোগী ভর্তি হয় এ হাসপাতালে। হাসপাতালের তথ্যে ২০জন করোনায় আক্রান্ত হলেও বেশিরভাগ নারীসহ শিশু ও আবাল বৃদ্ধ রোগী রয়েছে হোম আইসোলেশনে। এছাড়াও সরকারি হাসপাতালের এক চিকিৎসক আক্রান্ত হয়ে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসা নিলেও আরও দুইজন করোনা আক্রান্ত রোগীকে ভোলা ও বরিশাল শেরই বাংলা মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিরা আইসোলেশনে রয়েছেন বলেও সূত্রে জানা গেছে। তবে করোনা ও ডায়রিয়ায় ৭০জন ডায়রিয়া রোগী ভর্তি হলেও গত ১১ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত ৭দিনে ২২৯ জন ডায়রিয়া রোগী ভর্তি হয় এ হাসপাতালে। রবিবার সকালে ১৫০জন রোগী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন বলে জানান আবাসীক মেডিকেল অফিসার ডাক্তার মাহাবুব কবির। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি মৌসুমি অথবা ভাইরাল ডায়রিয়া হবে। ডায়রিয়ার রোগীদের চিকিৎসা দিতে চিকিৎসক ও সেবিকারা হিমশিম খাচ্ছে। এ চিকিৎসক আরও জানান, ডায়রিয়া রোগীর প্রচুর পরিমানে চাপ থাকায় ১মাসের স্যালাইনসহ ডায়রিয়ার অন্যান্য ওষুধ গত ৩দিনেই শেষ হয়ে গিয়েছে। অন্যদিকে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো দাবি করেন উপজেলার ২১টি ইউনিয়নে প্রায় ১হাজার ডায়রিয়া আক্রান্ত রোগী রয়েছে। তবে বেশিরভাগ রোগী হাসপাতালে শয্যা সংকট ও অব্যবস্থাপনার জন্য বেসরকারী হাসপাতাল ও ইউনিয়ন ভিত্তিক হেল্থ ক্লিনিকসহ বাড়িতেই প্রাথমিক চিকিৎসা সেবা নিচ্ছেন। হাসপাতালের রোগ নিয়ন্ত্রণ বিভাগের দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডাক্তার আবদুল হাই বলেন, রবিবার ৮জনের নমুনা পরিক্ষা করলে ৩জনের করোনাই পজেটিভ এসেছে। তবে করোনার দ্বিতিয় ধাপে সর্বমোট ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। তিনি আরও জানান, গত বছরের মার্চ থেকে এপর্যন্ত চরফ্যাশনে ৮৭ জন করেনায় আক্রান্ত হয়। এছাড়াও হাসপাতালে কোভিড ১৯ রেপিট এন্টিজেন কিট দ্বারা করোনার নমুনা পরিক্ষা করা হচ্ছে। যদি কোন রিপোর্ট সন্দেহাতিতভাবে নেগেটিভ আসে তাহলে সেই নমুনা ভোলার পিসিআর ল্যাবে বিশেষ ব্যবস্থায় পাঠানো হচ্ছে। তবে পিসিআর ল্যাবে নমুনা পরিক্ষার জন্য পরিবহন খরচের অর্থ বরাদ্ধ বন্ধ রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com