সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন

বরিশাল নগরীতে বিসিসি’র মাসব্যাপি মশা নিধন অভিযান কার্যক্রম শুরু

শামীম আহমেদ বরিশাল :
  • আপডেট সময় রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

বরিশাল নগরীতে ব্যাপকহারে মশার উৎপাত বৃদ্ধি ও মশার বিস্তার প্রতিরোধে নগরীর ত্রিশটি ওয়ার্ডে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র নির্দেশক্রমে মাস ব্যাপি মশা নিধন কর্মসূচি চালু করেছে বিসিসি। এরই ধারাবাহিকতায় আজ রোববার সকাল ১০ টায় নগরীর প্রাণন্দ্রে সদররোড, সাংবাদিক মাইনুল হাসান সড়ক, প্রেসক্লাব, ফকিরাড়ি রোড সহবিভিন্ন এলাকায় মশা নিধন কার্যক্রম শুরু করে বিসিসি পরিচ্ছন্ন কর্মীরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর পূর্বে গত দুই দিনে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সরাসরি তত্ত্বাবধানে ও পরি”ছন্নতা বিভাগের মশক নিধন কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট একদল অভিজ্ঞ কর্মী ফগার মেশিনের সাহায্যে মশক নিধন কার্যক্রম পরিচালনা করছেন। নগরীর ৯নং ওয়ার্ডের চকের পুল এর পশ্চিম পার্শ্ব থেকে গবিন্দ বাবুর হাবেলী হয়ে কাটপট্টি সদর রোড সংযোগস্থল, অশ্বিনী কুমার টাউন হল, প্যারারা রোড, গীর্জা মহল্লা, বিবির পুকুর পাড় হয়ে ফজলুল হক এভিনিউ থেকে নগর ভবন হয়ে ফলপট্টির মুখ, জর্জ কোর্ট, জেলা পরিষদ, পুলিশ সুপার কার্যালয়, ফায়ার সার্ভিস, চকের পুল এর পূর্ব পাশ, ফরিয়া পট্টি, পদ্মাবতী, মাওলানা এনায়েতুর রহমান সড়ক (ফলপট্টি), বিউটি রোড, পোর্ট রোড, ভূমি অফিস, মোহাম্মদপুর সড়কে মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়। এছাড়া বিকেলে নগরীর ১৬ নং ওয়ার্ডের বরিশাল জিলা স্কুলের মুখ থেকে খাদেম হোসেন ক্লিনিক হয়ে বটতলা মসজিদ, ওয়াই ডব্লিউ সি এ স্কুল সংলগ্ন এন হোসেন গলি, সিগারেট ফ্যাক্টরি গলি, পরেশ সাগর ড্রেন, পুলিশ স্কুল সড়ক, টেকনিক্যাল স্কুল, বটতলা মসজিদ থেকে শশি মিস্টান্ন ভান্ডার হয়ে বাংলাদেশ ব্যাংক, দ্বীনবন্ধু সেন গলি, ঈশ্বরবসু গলি, হালিমা খাতুন স্কুলের পাশের গলি, ব্রাউন কম্পাউন্ড সংশ্লিষ্ট চকের পুল এর পশ্চিম পার্শ্ব থেকে গবিন্দ বাবুর হাবেলী হয়ে কাটপট্টি সদর রোড সংযোগস্থল, অশ্বিনী কুমার টাউন হল, প্যারারা রোড, গীর্জা মহল্লা, নগরীর বিবির পুকুর পাড় হয়ে ফজলুল হক এভিনিউ থেকে নগর ভবন হয়ে ফলপট্টির মুখ, জর্জ কোর্ট, জেলা পরিষদ, পুলিশ সুপার কার্যালয়, ফায়ার সার্ভিস, চকের পুল এর পূর্ব পাশ, ফরিয়া পট্টি, পদ্মাবতী, মাওলানা এনায়েতুর রহমান সড়ক (ফলপট্টি), সরকারী জিলা স্কুলের মুখ থেকে খাদেম হোসেন ক্লিনিক হয়ে বটতলা মসজিদ, ওয়াই ডব্লিউ সি এ স্কুল সংলগ্ন এন হোসেন গলি, সিগারেট ফ্যাক্টরি গলি, পরেশ সাগর ড্রেন, পুলিশ স্কুল সড়ক, টেকনিক্যাল স্কুল, বটতলা মসজিদ থেকে শশি মিস্টান্ন ভান্ডার হয়ে বাংলাদেশ ব্যাংক, দ্বীনবন্ধু সেন গলি, ঈশ্বরবসু গলি, হালিমা খাতুন স্কুলের পাশের গলি, ব্রাউন কম্পাউন্ড গলি ও বীর উত্তম সড়কে মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়। বেশ কয়েকমাস ধরে বরিশালে প্রচন্ড গরম ও তাপদাহের সাথে সাথে বেড়েছে নগরীতে মশার উৎপাতে নগরবাশী অতিষ্ট হয়ে উঠেছে। নগরীর বেশ কিছু এলাকার মানুষ এই গরমেও দিনের বেলায় মশারী টানিয়ে তাদের কাজ-কর্ম করারও অনেক অভিযোগ উঠেছিল অনেক। উল্লেখ্য গত শুক্রবার বরিশাল মহানগর আওয়ামী লীগ সাধারন সসম্পাদক ও বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নগরীর ত্রিশটি ওয়ার্ডের পাড়া-মহল্লা সহ বিভিন্ন এলাকায় মশা নিধনের জন্য ফগার মেসিনদ্বারা বিসিসি’র পরিচ্ছন্ন বিভাগের কর্মীদের কাজে নামানো ও মাস ব্যাপি কর্মসূচির আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্ধোধন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com