শুক্রবার, ১৭ মে ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন

বোয়ালমারীতে গম সংগ্রহের উদ্বোধন

বোয়ালমারী প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

ফরিদপুরের বোয়ালমারীতে অভ্যন্তরীণ গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বোয়ালমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে রবিবার (২৫ এপ্রিল) দুপুর ১টার দিকে খাদ্য গুদাম প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ। এ উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত এক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রেজাউল হক, বোয়ালমারী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপ-খাদ্য পরিদর্শক মো. ফারুক হোসেন প্রমুখ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ময়েশ্চারমিটারের মাধ্যমে গমের টেম্পারাচার মেপে মান যাচাই করা হয়। বোয়ালমারী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, খাদ্য মন্ত্রণালয়ের অধীনে বোয়ালমারী খাদ্য গুদাম এ বছর প্রতি কেজি গম ২৮ টাকা দরে ৬৬৩ মেট্রিকটন গম ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আগামী ৩০ জুন পর্যন্ত গম সংগ্রহ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com