সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ১৪তম ব্যাক্তি মুক্তিযোদ্ধা রুহুল আমিনের জানাযা ও দাফন মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ রবিউজ্জামান বাবুর সার্বিক তত্ত্বাবধানে সোমবার বিকালে রাষ্ট্রীয় মর্যাদা দাফন সম্পন্ন হয়েছে। মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢাকার একটি হাসপাতালে করোনা পজেটিভ হয়ে ইন্তেকাল করেন। সোনাগাজী উপজেলা নিবার্হী অফিসার অজিত দেব’র নিদের্শনায় মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম ও সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার সহযোগিতায় মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রবিউজ্জামান বাবু’র সার্বিক তত্ত্বাবধানে ইউনিয়ন পরিষদের নিজস্ব দাফন টিম মৃত ব্যক্তির দাফন সম্পন্ন করেন। দাফন টিমে ছিলেন চেয়ারম্যান মোঃ রবিউজ্জামান বাবু, মাওলানা ফয়েজুল ইসলাম, মাওলানা খুরশিদ আলম, মাওলানা নেয়াজুর রহমান, মাওলানা শাহাদাত হোসেন ও মতিগঞ্জ ইউনিয়ন গ্রাম পুলিশবৃন্দ।