ফেনী-৩ আসনের সংসদ সদস্য লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী এমপির পক্ষ থেকে সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির নেতা কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি ও নাজরান গ্রুপ অব কোম্পানীর চেয়ারম্যান মোশাররফ হোসেন মৃধা। সোনাগাজী উপজেলার সকল ইউনিয়নের জাতীয় পার্টির ৩০০ নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা মফিজুল হক পাটোয়ারী, মোশারফ হোসেন, দপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ ছালাহ্ উদ্দিন, নির্বাহী সদস্য নাছির উদ্দিন। এসময় আমিরাবাদ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জসিম উদ্দিন (আর্মি জসিম) সাধারণ সম্পাদক ছাবের আহমদ, মতিগঞ্জ ইউনিয়ন সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল হক আর্মি, সদর ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রহমত উল্যাহ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন সভাপতি সম্পাদক সহ জাতীয় পার্টির নেতাকর্মী উপস্থিত ছিলেন। সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি মোশাররফ হোসেন মৃধা জানান, সোনাগাজী উপজেলার সকল ইউনিয়নে জাতীয় পার্টির নেতা কর্মী সহ সাধারণ মানুষের মাঝে লেঃ জেনারেল (অবঃ) উদ্দিন চৌধুরী এমপির পক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এবং উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলামের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।