প্রথম আলোর পত্রিকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে মিথ্যা মামলায় গ্রেফতার, নির্যাতনের প্রতিবাদ ও মুক্তির দাবিতে খাগড়াছড়ি জেলার রামগড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২২ মে) দুপুরে রামগড় প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সাংবাদিক নিজাম উদ্দিন লাভলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, মুক্তিযোদ্ধা মফিজুর রহমান প্রমুখ। বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তিসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচারের আওতায় আনার দাবি জানান।