শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৮ অপরাহ্ন

জলঢাকায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন আরও ৩০০ শত ভূমিহীন ও গৃহহীন পরিবার

রিয়াদুল ইসলাম (জলঢাকা) নীলফামারী :
  • আপডেট সময় শনিবার, ২৯ মে, ২০২১

নীলফামারী জলঢাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঘর পাচ্ছেন আরও ৩০০ শত ভূমিহীন ও গৃহহীন পরিবার। এই ঘর গুলো নির্মাণ হচ্ছে উপজেলার কৈমারী ইউনিয়নের বালাপাড়ায় ১০০ শত, মিরগঞ্জ ইউনিয়নের পাতাইবাড়ী ডাঙ্গায় ১ শত ৩০ ও শিমুলবাড়ী ইউনিয়নের বান্নিরডাঙ্গায় ৭০টি সর্ব মোট ৩০০টি ঘর নির্মাণ হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের নেতৃত্বে ও নিবির পর্যবেক্ষনে মাধ্যমে তৈরী হচ্ছে এই ঘর গুলো। ঘর নির্মাণের জন্য ব্যবহার করা হচ্ছে ভালো মানের ইট, বালু, সিমেন্ট, রড, টিন ও কাঠ। আর এ ব্যাপারে রয়েছে উপজেলা নির্বাহী অফিসারের কঠোর নজরদারি। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষ থেকে ও সরকারের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার প্রতিনিয়ত এর খোঁজ খবর রাখেন।এছাড়া ঘর নির্মাণকৃত এলাকার সাধারণ জনগনের সাথে কথা বলে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান এর সঠিক নেতৃত্বে ঘরের কাজ গুলো অতি সুন্দর ও মজবুত ভাবে ভালো মানের নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে।এছাড়া সরেজমিনে গিয় উপকারভোগী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, আগোত হামা একটা ভাংগা বাড়িত ছিনু হাসিনা মাও মোক ঘড় দিবে ভালো থাকিম দোয়াও করিম। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান এর সাথে কথা হলে তিনি জানান, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা নিয়ে গৃহহীন ও ভূমিহীন যাচাই বাছাই করে তালিকা প্রনয়ন করা হয়েছে। গৃহহীন ও ভূমিহীনদের জন্য বাড়ি নির্মাণ করে দেওয়া, প্রধানমন্ত্রীর এ কর্মসূচি পৃথিবীর মধ্যে একটি বিরল মডেল। অসহায় মানুষের জন্য বাড়ি নির্মাণ করে দেওয়া এ কর্মসূচির সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আবেগ মিশে আছে। মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় উপজেলায় প্রথম পর্যায়ে ১৪১টি ঘর ভূমিহীনদের মাঝে বিতরণ করা হয়েছে।দ্বিতীয় পর্যায়ে আরো ৩০০ শত ঘর নির্মাণ কাজ শেষের দিকে। প্রধানমন্ত্রীর অঙ্গীকার কেউ গৃহহীণ থাকবেনা সেই লক্ষেই কাজ করছি এবং আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে দ্বিতীয় ধাপে এসব নতুন বাড়ির কাজ সম্পন্ন করে আগামী জুন মাসে হস্তান্তর করা হবে বলে আশা রাখছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com