শনিবার, ১১ মে ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন

খালেদা জিয়াকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শনিবার, ২৯ মে, ২০২১

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার পর্যালোচনা করে গতকাল শনিবার নতুন রিপোর্ট করেছে মেডিক্যাল বোর্ড। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্যরা। এখন থেকে খালেদা জিয়ার চিকিৎসা, শারীরিক অবস্থাসহ সার্বিক বিষয়ে কথা বলবেন একমাত্র দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মেডিকেল বোর্ডের সদস্যরা এমন কথাই বলছেন।
জানা গেছে, বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য বিএনপির মহাসচিব শুক্রবার সংবাদ সম্মেলনে যে মেডিক্যাল বোর্ড বসার কথা জানিয়েছেন তা ওই দিনই বসেছে। দীর্ঘ সময় তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে নতুন রিপোর্ট করানো হয়েছে। আগামী ৪৮ ঘণ্টা বেগম খালেদা জিয়াকে পর্যবেক্ষণে রাখা হবে। নির্ধারিত এ সময় করণীয় ঠিক করবে মেডিক্যাল বোর্ড।
বেগম জিয়ার জ্বরের ব্যাপারে জানতে চাইলে মেডিকেল বোর্ডের একজন সদস্য বলেন, ম্যাডামের (বেগম জিয়া) শারীরিক অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে আমরা কোনো কিছুই মিডিয়াকে ব্রিফ করবো না। যা ব্রিফ করার দলের পক্ষ থেকে দলের মহাসচিব করবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com