বিরামপুর উপজেলায় বোরো ধান কাটা মাড়াইয়ের কাজ শেষ হয়েছে। অন্যান্য বছর উপজেলায় বোরো উৎপাদন ১লাখ মেঃ টনের নিচে থাকলেও এবার অনুকুল আবহাওয়ায় বাম্পার ফলনে উপজেলার কৃষকরা ১ লাখ ৮০০ মেট্রিক টন বোরো ধান ঘরে তুলেছেন। বিরামপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিক্সন চন্দ্র পাল জানান, উপজেলার পৌর এলাকা ও ৭টি ইউনিয়নে এবার ১৫ হাজার ২০০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। কৃষকদের আবাদকৃত ধানের মধ্যে অন্যতম হচ্ছে, মিনিগেট, জিরাশাইল, ব্রি-২৮,২৯,৫৮,৭৪,৮১,৮৮,৮৯ ও বিভিন্ন ব্র্যান্ডের হাইব্রিড জাতের ধান। সীমিত জনবল দিয়েই নিরলস ভাবে পৌর এলাকা ও ৭টি ইউনিয়নের কৃষকদের মাঝে পরামর্শ দেওয়া হয়েছে। অনুকুল আবহাওয়া পেয়ে এবার বিরামপুর উপজেলার কৃষকরা ১লাখ ৮০০ মেট্রিক টন বোরো ধানের বাম্পার ফসল ঘরে তুলেছেন। এদিকে মাঠের বোরো ধান কেটে ঘরে তোলার পর কৃষকরা ধান শুকিয়ে সংরক্ষণ ও চাল তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।