দ্বিতীয় মেয়াদে রিয়ালের কোচ হয়েছেন ইতালির কার্লো আনচেলত্তি। যোগ দেয়ার পরই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের গোল বাড়ানোর তাগিদ দিয়েছেন এই খ্যাতিমান কোচ। বিশেষ করে দলের অন্যতম তারকা স্ট্রাইকার করিম বেনজেমার উপর তার প্রত্যাশাটা অনেক বেশি। তাই তিনি বলেছেন, মৌসুমে লিগে বেনজেমাকে গোল করতে হবে ৫০টি।
গেল মৌসুমে লা লিগায় রিয়ালের হয়ে সর্বোচ্চ ২৩ গোল বেনজেমার। সতীর্থরা তার ধারের কাছে নেই। কেউ ছুতে পারেনি দুই অঙ্কের গোল। দ্বিতীয় সর্বোচ্চ ৬ গোল ব্রাজিলের ক্যাসেমিরোর। নতুন কোচ আনচেলত্তির চোখ তাই স্কোরিংয়ে। তিনি বলেন, ‘বেনজেমাকে ৫০ গোল করতে হবে, ৩০টি নয়। ভিনিসিউস জুনিয়রকে গোল করতে হবে। বাকিদের কাছ থেকে আমাদের আরো গোল পাওয়া প্রয়োজন। আমার হাতে এই খেলোয়াড়রা আছে, তারা মানসম্পন্ন।’
তিনি আরো বলেন, ‘বেনজেমাকে আবারো অনুশীলন করাতে পারব বলে আমি খুশি। সে অনেক উন্নতি করেছে, তার দায়িত্বও আরো বেড়েছে। তরুণ যারা আছে, তাদের সামনে আছে দারুণ ভবিষ্যত। এটা কাউকে দলে টানার সাথে সম্পর্কিত নয়, তবে অন্যরা যেন বেশি গোল করে। আমাদের একটা পদ্ধতি দাঁড় করাতে হবে, আগ্রাসী মানসিকতা নিয়ে খেলতে হবে।’
প্রথম দফায় ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগসহ কয়েকটি শিরোপা জিতেছিলেন আনচেলত্তি। এরপর ছয় বছর সময় কাটিয়েছে বায়ার্নসহ কয়েকটি ক্লাবে। আর তাই আগের আনচেলত্তির সাথে বর্তমানের আনচেলত্তির অনেক ফারাক রয়েছে। নিজ মুখে তা বলেন আনচেলত্তি, ‘ছয় বছর আগের আনচেলত্তি আর এই আনচেলত্তি এক নয়। এখন আমি ভিন্ন এক মানুষ। আরো ছয় বছরের অভিজ্ঞতা, ইতিবাচক, নেতিবাচক বিষয় থেকে জ্ঞান সঞ্চয় করেছি। এভারটনে আমি খুব ভালো অনুভব করতাম, একটি পারিবারিক আবহ সেখানে ছিল। কিন্তু নেতিবাচক অভিজ্ঞতাও মানুষকে বেড়ে উঠতে সাহায্য করে।’