শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম ::

দিনাজপুরের ঘোড়াঘাটে আমের বাম্পার ফলন, কাক্সিক্ষত দাম পাচ্ছেন না চাষিরা

রাফছানজানী শুভ ঘোড়াঘাট (দিনাজপুর) :
  • আপডেট সময় শনিবার, ৫ জুন, ২০২১

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার প্রাচিন আম বাজার এটি। ঘোড়াঘাট থানা সংলগ্ন পুরাতন বাজারে ভোর ৫.০০ টা থেকে সকাল ১০ টা পযর্ন্ত চলে আম ক্রয়-বিক্রয়। এর আগে ভোর থেকে বাগানে আম পেড়ে ক্যারেট ভর্তি করে,পরে একটি ভ্যানে করে নিয়ে আসেন ঘোড়াঘাটের সবচেয়ে বড় আমের বাজারে। হরেক স্বাদ ও জাতের আম বেচাকেনায় মূখর হয়ে উঠেছে ঘোড়াঘাট পুরাতন বাজার। উপজেলার ওসমানপুর, রানীগঞ্জ,সূরা মসজিদ, লালমাটি, কানাগাড়ি, ডুগডুগিসহ বিভিন্ন এলাকা থেকে ও পাশ্ববর্তী উপজেলা নবাবগঞ্জ, টুপিরহাট থেকে আম বিক্রি করতে নিয়ে আসেন আম চাষিরা। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানের আম বাগান থেকেও সারাদেশে বিভিন্ন আম বাজারে আম সরবারহ করা হয়। বর্তমানে বাজারে গুটিজাতের প্রধান আম গোপালভোগ, হিম সাগর, লক্ষনাসহ বিভিন্ন গুটি জাতের আমের সরবারহ অনেক বেশি রয়েছে, তবে ১০-১৫ দিনের মধ্যে সব জাতের আম, কাঠাল বাজারে আসবে জানায় অনেকে।করোনার কারণে স্কুল-কলেজ বন্ধ থাকার কারণে বাহিরে অধ্যায়নরত ছাএরা মৌসুমি আম ব্যবসায়ী হিসেবে অনলাইনে আমের অর্ডার ও কুরিয়ার-সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে অনলাইন আম ক্রেতাদের আম সরবারহ করছে। আম নিয়ে অপেক্ষমান মো.আমিরুল মিয়া জানান, ‘বাজারে আম প্রচুর কিন্তু ক্রেতা নেই,এই সুযোগে আমের অর্ধেক দাম করছে ব্যাপারিরা। কিটনাশকের দাম অনেক আবার ধরেন লেবার লাগে তিন জন দুপুরবেলা ভাত খেলে আবার খরচ হয় ৫০০ টাকা। আবার অনেকব্যবসায়ীরা আম নেয়ার পর টাকা বাকি রেখে দেয়, টাকা দিতে চাই না। ’তিনি বলেন,‘আমচাষে যে টাকা খরচ করছি, সে টাকা পাবোনা মনে হয়। এবার আমের দাম একেবারেই কম। এমন অবস্থা ক্রেতাদেরকে ধরে ধরে নিয়ে এসে আম দেখাতে হচ্ছে। রানা মিয়া নামে স্থানীয় এক আমচাষি বলেন,আমাদের এখানে ক্রেতা অনেক কম। সাধারণ ক্রেতা নাই বললেই চলে। গাইবান্ধা, পলাশবাড়ি, গোবিন্দগঞ্জ, ঢোলভাঙ্গা, অনেক ব্যাপারিরা আসলেও রংপুর,বগুড়া ও ঢাকাসহ অন্যান্য জেলার যেসব বাইরের ব্যাপারিরা আসতেন ট্রাক,সিএনজি,ভ্যানে আম লোড দিতেন,সে সব ব্যাপারি অনেকে আর আসেন না। এবারে আমের হাট সম্পর্কে জানতে চাইলে অনেকে বলেন, গতবারের তুলনায় এবারে আমের জোগান অনেক বেশি। তবে সেই তুলনায় ক্রেতা নেই। করোনার কারণে বর্তমানে অনেক আমচাষি ও উদ্যোক্তার সৃষ্টি হয়েছে। এটি একদিক দিয়ে ভালো হলেও চাষিদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ, এবার অনেক ব্যবসায়ীই অনলাইনে অর্ডার দিয়ে আম কিনছেন। ঘোড়াঘাট আম ব্যবসায়ী মালিক সমিতির ক্যাশিয়ার মো: আনিছুর রহমান বলেন, অতিরিক্ত আমের টোল নেয়ার অভিযোগ এখন পর্যন্ত কোনো আমচাষিদের কাছে পাইনি। পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে ইজারাদার যদি ব্যাপারি বা আড়তদারদের সঙ্গে সমঝোতা করেন তবে সেক্ষেত্রে বলার কিছু নেই। ক্রেতা সঙ্কটের বিষয়ে তিনি বলেন, গতবছরের তুলনায় এবার ক্রেতা একেবারেই নেই। এর কারণ হিসেবে করোনাকেই দায়ী করেছেন ব্যবসায়ী সমিতির এই সদস্য। ঘোড়াঘাট উপজেলা কৃষি-সম্প্রসারণ অফিসের তথ্য অনুযায়ী উপজেলাতে আমের বড় বাগান রয়েছে ২৪৫ টি ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com