প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় রাঙ্গামাটি শহরে খোলা হয়েছে ২৯টি আশ্রয়কেন্দ্র ভোর থেকে গুরিগুরি বৃষ্টিতে পাহাড় ধ্বসে প্রাণহানির মতো ঘটনা এড়াতে স্থানীয়দের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গামাটিতে জরুরী সভা করেছে জেলা প্রশাসন কর্তৃপক্ষ। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এই সভায় রাঙ্গামাটি জেলায় আর যাতে কোন প্রাণ হানী না ঘটে এবং বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। সভায় জানানো হয়, চলমান বৃষ্টিময় পরিস্থিতিতে রাঙামাটি শহর এলাকায় ৩৩টি ঝুঁকিপুর্ন এলাকা চিহ্নিত করা হয়েছে এবং ২৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগপূর্ন পরিস্থিতির আলোকে সকলকে আশ্রয় কেন্দ্রে চলে আসার আহবান জানানো হয়েছে। রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপস রঞ্জন ঘোষ, জেলার সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের প্রধান,গণমাধ্যমকর্মীসহ পৗর কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসক জানান, ২০১৭ সালের যে দূর্যোগ হয়েছে তা মাথায় রেখে আমরা আগাম প্রস্তুতি গ্রহণ করেছি। কোন প্রকার দূর্যোগ দেখা মাত্র রাঙ্গামাটির সকল পশাসনকে নিয়ে দূর্যোগ মোকাবেলায় কাজ করা হবে। যাতে রাঙ্গামাটিতে আর একটিও প্রাণহানীর ঘটনা না ঘটে তার জন্য সকলকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।