শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:১১ অপরাহ্ন

বালিয়াকান্দিতে রাজা-বাদশা ক্রেতাদের ভিড়

পারভেজ মিয়া বালিয়াকান্দি (রাজবাড়ী) :
  • আপডেট সময় শনিবার, ২৬ জুন, ২০২১

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড় হিজলী শিকদার পাড়া গ্রামে ৫৫মণ ওজনের দুইটি ষাঁড় রাজা-বাদশাকে আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে ক্রেতারা উপচে পরা ভীড় করছে। শুক্রবার বিকালে রাজা-বাদশার মালিক বড়হিজলী গ্রামের মৃত নাদের ফকির এর ছেলে কৃষক আলমগীর ফকিরের বাড়ীতে সরজমিনে গেলে তিনি জানান, তার পালের গাভীর গর্ভে সাড়ে তিন বছর পূর্বে সিন্ধি জাতের একটি এঁড়ে বাছুর জম্ম গ্রহণ করলে তার নাম রাখা হয় রাজা। বাছুরটি তার মায়ের দুধ এবং প্রাকৃতিক খাবার খেয়ে বর্তমানে ৩৩ মণ ওজন হয়েছে। তিনি আরো জানান, দুই বছর পূর্বে একটি লাল রঙ্গের সিন্ধি জাতের এঁড়ে গরু ক্রয় করে তার নাম রাখেন বাদশা। বর্তমান বাদশার বয়স তিন বছর এবং ওজন ২২ মণ। বর্তমান ৫৫মণ রাজা-বাদশার প্রতি দিন দুই হাজার টাকার প্রাকৃতিক খাবার খাওয়াতে হয়। আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে বিভিন্ন এলাকা থেকে ষাঁড় দুটিকে দেখতে ভীড় জমাচ্ছে ক্রেতাগণ। কোরবানীর ঈদ উপলক্ষ্যে কোন ক্রেতা যদি ভাল দাম দিয়ে ষাঁড় দুইটিকে ক্রয় করেন তা হলে তিনি বিক্রয় করবেন বলে জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com