শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন

অতিরিক্ত পণ্য বোঝাই ট্রাক চলাচলের ফলে ভেঙ্গে পড়ছে বেইলি ব্রীজ

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ২৭ জুন, ২০২১

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কিশোরগঞ্জ-তারাগঞ্জ সড়কের ধারন ক্ষমতার চেয়ে কয়েকগুন বেশি ওজনের পণ্যবাহী দশ চাকার বালু বোঝাই জ্যাম ট্রাক চলাচলের ফলে ভেঙ্গে পড়েছে চাঁড়ালকাঁটা নদীর উপর নির্মিত একমাত্র বেইলি ব্রীজ। ব্রীজটি দিয়ে প্রতিদিন দিনরাত সমানভাবে চাঁড়ালকাঁটা নদীর খননকৃত বালু নিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী চক্র। ফলে একদিকে রাজস্ব হারাচ্ছে সরকার অপর দিকে যে কোন মুহুত্বে ব্রীজটি চলাচলের অনুপোযোগী হয়ে পড়ার আশংঙ্খা করছে এলাকাবাসী। গত শনিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, চাঁড়ালকাটা নদীর খননকৃত বালু ১০ থেকে ১৫ টি দশ চাকার জ্যাম ট্রাকে করে দিনে রাতে সমানভাবে বেইলি ব্রীজের উপর দিয়ে পারাপার করায় মাঝখানের একটি স্টিল পাত ভেঙ্গে পড়েছে।এ সময় তারাগঞ্জ-কিশোরগঞ্জ যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। ব্রীজের কাছে গিয়ে দেখা যায়, নীলফামারী সড়ক ও জনপথ বিভাগ থেকে ব্রীজের দুই দিকে ৫ টনের অধিক মালামাল পারাপার নিষিদ্ধ লিখে সাইনবোর্ড লাগানো রয়েছে। কিন্তু ওই চক্রটি সরকারী নির্দেশ অমান্য করে দশ চাকার জ্যাম ট্রাকে করে ৩০ থেকে ৩২ টনের বেশি বালু ব্রীজ দিয়ে পারাপার করছে। প্রভাবশালী চক্রটি খননকৃত নদীর বালু নিয়ে যাওয়ার জন্য ব্রীজের পাশ দিয়ে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ কেঁটে রাস্তা তৈরী করে সেই রাস্তা দিয়ে বালু নিয়ে যাচ্ছে। এতে করে পানি উন্নয়ন বোর্ডের বাঁধটিও হুমকির মুখে রয়েছে। বাহাগিলি ঘাট এলাকার বাসিন্দা শ্রীদাম মহন্ত, দেবেন বর্মন, আজিজার রহমান, এনদাদুল মিয়াসহ অনেকেই অভিযোগ করে বলেন, পানি উন্নয়ন বোর্ডের নির্মিত বাঁধ কেঁটে রাস্তা তৈরী করে এশটি প্রভাবশালী সিন্ডিকেট প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দশ চাকার জ্যাম ট্রাকে করে বালু বোঝাই ট্রাক বেইলি ব্রীজটি দিয়ে পারাপার করার ফলে ব্রীজটি মাঝখানের স্টিল পাত ভেঙ্গে পড়েছে। এমনকি পানি উন্নয়ন বোর্ডের নির্মিত বাঁধটি কেঁটে রাস্তা তৈরী করে বালু নিয়ে যাওয়ার ফলে একদিকে যেমন বাঁধ ক্ষতিগ্রস্থ হচ্ছে অপর দিকে বর্ষাকাল শুরু হলে ভেঙ্গে ফেলা বাদ দিয়ে গ্রামে পানি ঢুকে গ্রাম ক্ষতিগ্রস্থ হতে পারে। সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী রফিকুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন,গত ২০২০ সালের ৬ অক্টোবর নীলফামারী পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সিদান্ত মোতাবেক নদী খননের বালু ইজারা দেওয়ার জন্য পত্রিকায় বিঙ্গপ্তি দেওয়া হয়েছিল। সে অনুযায়ী ৩টি লট টেন্ডারের মাধ্যমে ইজারা দেওয়া হয়। বাকি লট গুলো ইজারা না হওয়ায় উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য চিঠি দেয়া হয়েছে। বাঁধ কেটে রাস্তা তৈরী করে দশ চাকার জ্যাম ট্রাকে করে বালু নিয়ে যাওয়ার জন্য কাউকে লিখিত দিয়েছেন কিনা প্রশ্ন করলে তিনি বলেন, বাঁধ কেটে রাস্তা তৈরী করে দশ চাকার জ্যাম ট্রাকে কেউ বালু নিয়ে গেলে অব্যশই ব্যাবস্থা নেয়া হবে। এ বিষয়ে নীলফামারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল করিমের সাথে কথা বললে তিনি বলেন, বাহাগিলি ইউনিয়নের চাঁড়ালকাটা নদীর উপর নির্মিত ব্রীজটি ঝুঁকিপুর্ণ হওয়ার কারনে সেখানে ব্রীজের দুই পাশ্বে ৫ টনের অধিক মালামাল পরিবহন নিষ্দ্ধি লিখে সাইনবোর্ড সাঁটিয়ে দেয়া হয়েছে। কেউ যদি সরকারী নির্দেশ অমান্য করে অতিরিক্ত পন্য বোঝাই করে মালামাল পরিবহন করে সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগমের সাথে কথা বললে তিনি বলেন, বালু ইজরা চুক্তিতে সরকারী সম্পত্তি কোন রকম ক্ষতি না করার শর্ত উল্লেখ আছে। ভাঙ্গনের হুমকিতে রয়েছে প্রশ্ন করলে তিনি বলেন, এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com