শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম ::

লকডাউনের প্রথম দিনে ফটিকছড়িতে মাঠে তৎপর প্রশাসন, রাস্তাঘাট ফাঁকা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশে সাত দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। সারাদেশের মতো চট্টগ্রামে ফটিকছড়িতেও সপ্তাহব্যাপী বিশেষ লকডাউন কঠোরভাবে পালন করা হচ্ছে। লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকেই উপজেলায় বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসনের টহল দলকে দেখা গেছে। উপজেলার সবকটি প্রবেশপথেই বসানো হয়েছে পুলিশের তল্লাশিচৌকি। চট্টগ্রাম- খাগড়াছড়ি মহাসড়কসহ উপজেলার সকল রাস্তাঘাট ছিল ফাঁকা। বিশেষ প্রয়োজন ছাড়াতে কাউকে ঘর থেকে বের হতে দেখা যায়নি। উপজেলা প্রশাসন জানিয়েছে, উপজেলা সদরসহ বিভিন্ন পয়েন্টে একাধিক ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে। স্বাস্থ্যবিধি অমান্য করায় এবং মাস্ক না পরায় অনেককে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, লকডাউন চলাকালে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত জরুরি নিত্য প্রয়োজনীয় দোকান খোলা রাখা যাবে। এ সময় সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। লকডাউনের সময় সাধারণ মানুষের চলাচল ও ভিড় এড়ানোর জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ জানান, ‘সকাল থেকে ফটিকছড়িতে সরকার কর্তৃক আরোপকৃত বিধি-নিষেধ গুলো কঠোর ভাবে পালন করা হচ্ছে। এছাড়াও যে সমস্ত বিধি-নিষেধের অন্তর্ভূক্ত আছে সেসব দোকানপাট বন্ধ রেখেছে। শুধুমাত্র কাঁচাবাজার, নিত্যপ্রয়োজনী দ্রব্যাদির দোকান ও ঔষুদের দোকান খোলা রয়েছে। যে গুলো খাবারের দোকান রয়েছে সে গুলো ডেলিভারী সিস্টেমে খাবার বিক্রি করতে পারবে কোন কাস্টমারকে দোকানে বসিয়ে খাবাতে পারবে না। এ বিষয়গুলো আমরা কঠোরভাবে নজরদারি করছি। যারা বিধি-নিষেধ অমান্য করছে তাদেরকে জরিমানা করা হচ্ছে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com