শার্ট ডাউনের প্রথম দিনে সকাল ৮টা থেকে রাস্তায় খুব কড়া কড়ি পুলিশি পাহারা ও সিভিল প্রশাসন রাস্তায় মোবাইলকোর্ট দিয়ে যানবাহন গতিরোধ করে গাড়ি চেকসহ কাগজপত্র যাচাই করছে। মাস্ক পরা নিশ্চি করছে। যাদের মাস্ক পরিহিত নেই বা গাড়ির প্রয়োজনী কাগজ নেই বা অপ্রয়োজনে বাইরে বের হয়েছে তাদেরকে মোবাইলকোর্টের মাধ্যমে জরিমানা করে ছেড়ে দিচ্ছে। শার্টডাউন কার্যকর করতে মাঠে আছে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আনসার ব্যাটালিয়ন ও সাদা পোষাকের সরকারী গোয়েন্দা সংস্থার লোকজন। শহরের রাস্তা ঘাটে রিক্সা, মালবাহী ট্রাক ও সেবার কাজে নিয়োজিত গাড়ি, স্বাস্থ্য সেবার কাজে নিয়োজিত যানবাহন। এছাড়াও বিভিন্য ঔষধ কোম্পানীর কাভার্ডভ্যান সহ আইন শৃংখলার কাজে নিয়োজিত যানবাহন। শহরের দোকানপাট ,শপিংমল বন্ধ রয়েছে। শুধুমাত্র কাচামাল, মাছ বাজার, ঔষধের দোকান ও মুদি দোকান খালঅ রয়েছে। পুলিশ সুপার আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভির হায়দার শাওন, পালং মডেল থানার ওসি মোঃ আকতার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগনসহ অন্যান্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগন।