কঠোর বিধি নিষেধের মধ্যে গরুর হাট বসানো হয়েছে নীলফামারীর জলঢাকায়। মীরগঞ্জ হাটে শনিবার বসানো হয়েছে এই হাট, যদিও হাট বসানোর কোন সুযোগ নেই এই করোনাকালীন সময়ে। সরেজমিনে দেখা গেছে সকাল থেকে হাট শুরু হয় এখানে। বিধি নিষেধ উপেক্ষা করে আনা হয় গরু। যেখানে মানুষের উপস্থিতি ছিলো উপচে পড়া। ছিলো না মুখে মাস্ক এমনটি স্বাস্থ্য বিধির বালাই। হাটের পার্টনার রউফুল আলম বলেন, আমি হাটে তেমন যাই না। আজ দুপুরে ১২টার দিকে গিয়ে চলে এসেছি। মুল ইজারাদার মনসুর আলী তিনি দেখাশোনা করে থাকেন। মীরগঞ্জ হাটে যাওয়া দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি তাজুল ইসলাম তাজু জানান, দুপুর একটা পর্যন্ত ছিলাম ওখানে আমি। মানুষ গিচগিচ করছিলো। মাস্ক তো নেই অন্যান্য কিছুই ছিলো না হাটে। গরু ছাগলের আনাগোনায় হাট যেন হয়ে স্বাভাবিক দিনের মতই। মীরগঞ্জ হাটের ইজারাদার মনসুর আলী বলেন, আমরা কাগজ পেয়েছি ডিসি অফিস থেকে। সেখানে কিছু শর্ত দেয়া হয়েছে হাট বসানোর ক্ষেত্রে। আমরা সেগুলো পালন করে হাট বসিয়েছি। আজ থেকে হাট শুরু হয়েছে। এরআগে ২৬তারিখ হাট বসানো হয়েছিলো সেদিন প্রশাসন এসে ভেঙ্গে দেয়। ইউনিয়ন চেয়ারম্যান হুকুম আলী বলেন, শনিবার ও মঙ্গলবার এই হাট বসে। এরআগে প্রশাসন এসে হাট বন্ধ করেছিলো। আজকেও শুনছি হাট বসেছে। বেলা সোয়া তিনটার দিকে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বলেন, বিষয়টি শুনেছি। হাট বসানোর কোন সুযোগ নেই। ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে। সাথে রয়েছে সেনাবাহিনীও।