অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশে আড়াই বছর কারাভোগের পর দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে নিজ দেশে ফিরে গেলেন বাকপ্রতিবন্ধী কিশোরসহ তিন জন ভারতীয় নাগরিক। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর ১২ টায় হিলি ইমিগ্রেশন কর্মকর্তা সেকেন্দার আলী ভারতের হিলি ইমিগ্রেশন কর্মকর্তা নিকট ঐ তিন জন ভারতীয় নাগরিকে হস্তান্তর করেন। হিলি ইমিগ্রেশন ওসি সেকেন্দার আলী জানান, তিন জন ভারতীয় নাগরিক প্রায় আড়াই বছর কারাভোগের পর আজ দুই দেশের পত্র আলপ শেষে নিজ দেশে ফিরত পাঠানো হয়েছে। অবৈধ অনুপ্রবেশের দায়ে তারা বিজিবির হাতে আটক হয়েছিল। ভারত হিলির ধরন্দা গ্রামের বিনত দেব নাথের ছেলে মানিক দেব নাথ(৩০)। তিনি ৮ মার্চ ২০১৯ সালে দিনাজপুরের বিরামপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্তে বিজিবির হাতে আটক হয়। সে ২৮ মাস ৪ দিন দিনাজপুর কারাগারে ছিলেন। ভারতের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার চতরাগাছ গ্রামের মৃত নাসির উদ্দীনের ছেলে তাজো মুহাম্মদ(৪০) পঞ্চমগড় সীমান্তে বিজিবির হাত আটক হয়। তিনি প্রায় আড়াই বছর পঞ্চমগড় জেলা কারাগারে ছিলেন। এদিকে ১৭ বছর বয়সের বাকপ্রতিবন্ধী কিশোর অকিল মুহাম্মদ সে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার চতরাগাছ গ্রামের বরদুল মুহাম্মদের ছেলে। সে পঞ্চমগড় সীমান্তে বিজিবির হাতে গ্রেফতার হয়। কিশোর হওয়াতে তাকে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে রাখা হয়। সেখানে সে প্রায় আড়াই বছর ছিলো।