“মতলব উত্তর থানা পুলিশ কর্তৃক মোট ৯০০ গ্রাম গাঁজাসহ ০৩ জন আসামী গ্রেফতার ও পৃথকভাবে ০২টি মাদক মামলা রুজুসহ জিআর ওয়ারেন্ট মূলে ০২ জন এবং পুলিশ আইনের ৩৪ ধারা মোতাবেক ০১ জন সর্বমোট ০৬ জন আসামী গ্রেফতার ” অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ শাহজাহান কামালের নেতৃত্বে ও দিক নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব মোঃ মাসুদ সাহেব এর তদারকীতে মতলব উত্তর থানায় কর্মরত এসআই/ মোবারক আলী সঙ্গীয় ফোর্সসহ মতলব উত্তর থানাধীন রাড়ীকান্দি সাকীনস্থ টেক্সসাচের সামনে রাঢ়ীকান্দি ব্রিজের উপর হইতে মাদক ব্যবসায়ী মোঃ জিয়াউর রহমান জুয়েল(৩৫), পিতা- মোঃ হান্নান সরকার, সাং- আমুয়াকান্দি, (সরকার বাড়ী), থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুরকে ৬০০ গ্রাম গাঁজাসহ গত ১২/০৭/২০২১ইং ১৫.১৫ মিনিটের সময় গ্রেফতার করেন। অপরদিকে এসআই/ মোঃ ইমাম উদ্দীন সঙ্গীয় ফোর্সসহ মতলব উত্তর থানাধীন বেলতলী বাজার সংলগ্ন হযরত জালাল শাহ মাজারের সামনে বটগাছের নিচে হইতে মাদক ব্যবসায়ী ১। মোঃ সোহাগ(৩৮), পিতা- মৃত জহিরুল ইসলাম, সাং- ফুলতলী(হাজী হামিদ আলী বাড়ী), থানা-দেবিদ্বার, জেলা-কুমিল্লা, এ/পি সাং-বেলতলী বাজারের পশ্চিম পার্শ্বে, মোহন পাগলার বাড়ী, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুর, ২। মোঃ খলিল উল্যাহ(৪৫), পিতা-মোঃ সেরাজুল ছৈয়াল, সাং-দশআনী(ছৈয়াল বাড়ী), ১নং ওয়ার্ড, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুরদ্বয়কে মোট ৩০০ গ্রাম গাঁজাসহ ১২/০৭/২০২১ইং ১৮.৩০ মিনিটের সময় গ্রেফতার করেন। এছাড়াও, এএসআই(নিরস্ত) মোঃ শাহাদাৎ হোসেন ও এএসআই(নিরস্ত্র) মোঃ দুলাল হোসেনদ্বয় মতলব উত্তর থানার নন এফআইআর নং-৫৯/২০, ননজিআর- ৪৭/২০, প্রসেস নং-২১১৯/২০, ২১১৬/২০ মূলে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ১। নবীর হোসেন(৩২), পিতা-আব্দুর গফুর, ২। সাহিদা বেগম(৫৮), স্বামী- আব্দুর রহিম, উভয় সাং-চর লক্ষীপুর, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুরদ্বয়কে গ্রেফতার করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। এসআই(নিরস্ত্র) মোবারক আলী সঙ্গীয় ফোর্সসহ অদ্য ১৩/০৭/২০২১ইং তারিখ রাত ০৩.৩০ ঘটিকার সময় ছেংগারচর পৌরসভাস্থ মারিয়া হাসপাতালের সামনে রাস্তার উপর হইতে পুলিশ আইনের ৩৪ ধারা মোতাবেক মোঃ আল আমিন(৩৫)পিতা- মৃত আঃ ছাত্তার বেপারী, সাং- ঠাকুরচর(বেপারী বাড়ী) ৪নং ওয়ার্ড, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুরকে গ্রেফতার করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। মতলব উত্তর থানা পুলিশ কর্তৃক মাদক উদ্ধার অভিযান ও ওয়ারেন্ট তামিলে পূর্ন তৎপরতায় অভিযান অব্যাহত আছে এবং থাকবে।