শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম ::

বিরামপুরে খেটে খাওয়া অসহায় মানুষেরা পেল ত্রাণ!

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

দিনাজপুরের বিরামপুর উপজেলায় খেটে খাওয়া অসহায় তিন শত মানুষের মাঝে ত্রাণ বিতরণ দিয়েছে কালের কন্ঠ শুভসংঘ। সোমরার(১২ই জুলাই) বিরামপুর পাইলট উচ্ছ বিদ্যালয় মাঠে বসুন্ধরা গ্রুপের সহায়তায় এই ত্রাণসামগ্রী বিতরণ করে শুভসংঘের সদস্যরা। বিশ্ব মহামারি করোনা কালীন সময়ে সরকার সমস্ত দেশ লকডাইন ঘোষনা করায়, গরীর অসহায়, হত দরিদ্র মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন কালের কন্ঠের শুভসংঘের মাধ্যমে বসুন্ধরা গ্রুপ। সেই ত্রাণ নিতে এসে ষাট্ট উদ্ধ বয়সি রমিজ উদ্দিন বলেন অনেক কষ্টে দিন যাচ্ছে, দুই বেলা দু মুটো ভাতের আশায় দ্বারে দ্বারে ঘুরি আজ এই চাউল, ডালসহ অনেক কিছু পেলাম। দোয়া করি আল্লাহ তাদেরকে ভাল রাখুক। সেই সাথে দেশের প্রধান মন্ত্রীকে জানায় ধন্যবাদ। সোমবার ত্রাণসামগ্রী নিতে এসেছিল বেশ কিছু পঙ্গু, দিন মজুর,হকার,কুলি,বস্তি এলাকার ছিন্নমুল মানুষ। ত্রাণ বিতরণের অংশ নিয়ে বিরামপুর উপজেলার চেয়ারম্যান খায়রুল আলম রাজু বলেন, দিনাজপুর জেলার মধ্যে বিরামপুর এই ত্রাণ দেওয়াই বিরামপুর বাসির পক্ষ হইতে বসুন্ধরা গ্রুপকে অনেক ধন্যবাদ জানায়। সেই সাথে গরীরব অসহায় হতদরিদ্রদের প্রতি আরো অন্য কোন না কোন ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিন। এই ত্রাণ বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নিবাৃহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্ত, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, কালের কন্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সদস্য শরীফ মাহদী আশরাফ জীবন, বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিহুর রহমান, দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রস্ট এর সভাপতি আকরাম হোসেন কালের কন্ঠ বিরামপুর প্রতিনিধি মাহাবুর রহমান প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com