শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম ::

লঞ্চ যাত্রীরা স্বাস্থ্যবিধি না মানলেই জরিমানা: খালিদ মাহমুদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বুধবার, ১৪ জুলাই, ২০২১

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ঈদুল আজহা উপলক্ষে বাড়ি যাওয়ার জন্য যাত্রীদের যথাযথ স্বাস্থ্যবিধি মানতে হবে। মালিকদেরও সতর্ক থাকতে হবে। না মানলে লঞ্চ মালিক ও যাত্রীদের জরিমানা করা হবে। সদরঘাটে মাস্ক ছাড়া কোনো যাত্রীকে প্রবেশ করতে দেওয়া হবে না। গতকাল বুধবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় সদরঘাট নৌবন্দর পরিদর্শন করে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী। নৌ-পুলিশ ও লঞ্চ মালিকদের এজন্য যথাযথ নির্দেশনা পালনের আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, সদরঘাট বাইরে-ভেতরে ফিটফাট। আগে অপরিষ্কার-অপরিচ্ছন্ন ছিলো। প্রধানমন্ত্রীর নির্দেশনায় গত ১১ বছর ধরে আমরা সদরঘাটের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। এতে আমাদের পাশে ছিল বিআইডব্লিউটিএ এবং লঞ্চমালিক ও যাত্রীরা। তিনি সাংবাদিকদের বলেন, এক মাস পরে এসে সদরঘাটের সৌন্দর্য্য আরো দেখতে পারবেন।
তিনি বলেন, সদরঘাট এখন বিমানবন্দরের মতো। এটাকে আন্তর্জাতিকমানের করা হয়েছে। সৌন্দর্যবর্ধনে গাছ লাগানো হয়েছে। এসময় অন্যদের মধ্যে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, যুগ্মপরিচালক গুলজারসহ ঢাকা নৌবন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আনসার, পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com