শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম ::

বগুড়া সদরের গোকুল ইউপিতে মাতৃকালীন ভাতাভোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ

বগুড়া প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

বগুড়া সদরের গোকুল ইউপিতে ২০২০-২০২১ অর্থ বছরের মাতৃকালীন ভাতা ভোগীদের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গোকুল ইউপি হলরুমে ৫০জন ভাতা ভোগীদের প্রত্যেকের মাঝে ৯৬০০ টাকা করে বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন গোকুল ইউপি চেয়ারম্যান সওকাদুল ইসলাম সবুজ। এ সময় উপস্থিত ছিলেন ইউপি নজমল হোসেন মজো, সালামত আলী, হবিবর, সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান হাজেরা বেগম, উদ্যোক্তা উজ্জ্বল হোসেন, ব্যাংক কর্মকর্তা শাহিন আলম। বিতরণের পূর্বে চেয়ারম্যান সবুজ বলেন, বঙ্গবন্ধু রাজনীতির দর্শনীছিল মানবকল্যানে কাজ করা এবং সমাজের নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার মান উন্নত করা। সেই সাথে সমাজে নারীদের সম্মান ও সমঅধিকার প্রতিষ্ঠিত করা এবং তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে স্বাবলম্বি করে গড়ে তোলা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর লক্ষ্য ও স্বপ্ন পূরনের জন্য দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নারীদের জন্য বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছেন এবং সমাজে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি জন্যও কাজ করছেন। গর্ভবতী ও প্রসুতি মায়েদের জন্য নানা রকম সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। পরিশেষে উপস্থিত সকলকে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করার আহবান জানান। সরকারি স্বাস্থ্য বিধি মেনে ভাতার টাকা বিতরন করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com