শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন

গলাচিপায় উপজেলায় ৩টি ইউনিয়নে জাগো নারী সংস্থার ৫শত পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা প্রদান

খালিদ হোসেন মিলটন গলাচিপা (পটুয়াখালী) :
  • আপডেট সময় শনিবার, ১৭ জুলাই, ২০২১

ঘুর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ ৫শত পরিবারের মাঝে জরুরী খাদ্য ও অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া প্রাথমিক স্কুল ভবনে, বেসরকারী সংস্থা জাগোনারী ব্যবস্থাপনায় এবং সেভ-দ্য চিলড্রেন আর্থিক সহায়তায় উপজেলার ৩টি ইউনিয়নে যথাক্রমে গলাচিপা সদর, চর-কাজল ও চর-বিশ্বাস ইউনিয়নে ৪শত অসহায় ক্ষতিগ্রস্থ পরিবারকে ৩হাজার টাকার ক্যাশ ও পরিস্কার পরিচ্ছনতার উপকরণ এবং গৃহ মেরামতের সহায়তাসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ত্রাণ সমাগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন জাগোনারী সংস্থার নির্বাহী প্রধান হোসনে আরা হাসি। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলাচিপা প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন, সেভ-দ্য-চিলড্রেন এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার নোনাম ও গলাচিপা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য রফিকুল ইসলাম। এছাড়া সংস্থার কমিউনিকেশন কো-অডিনেটর ডিউক ইবনে আমিন ও প্রকল্প সমন্বয়কারী রাম প্রসাদ প্রমূখ। উল্লেখ্য গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ ও উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার এই প্রকল্পের আওয়তায় এবং করোনা ভাইরাস পরিস্থিতির সময়ে যে ত্রাণ সামগ্রী সহায়তা প্রদান করেছে সে জন্য তারা কৃতজ্ঞাতা প্রকাশ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com