মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নীলফামারীতে এক হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে উপজেলা প্রশাসনের উদ্যোগে। শেখ কামাল স্টেডিয়ামে অনলাইনে যুক্ত থেকে বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন নীলফামারী-০২(সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। এতে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ বক্তব্য দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জেসমিন নাহার এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন ইটাখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুর রশিদ মঞ্জু। খাদ্য সহায়তার মধ্যে ছিলো চাল, ভোজ্য তেল, চিনি, ডাল, লবন, সেমাই, গুড়ো দুধ ও সাবান। উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জেসমিন নাহার বলেন সহায়তা প্রাপ্তির তালিকায় ছিলেন কুমার, বাদিয়া, নরসুন্দর, করাত কল শ্রমিক, অটোচালক, রিকসা চালক, ভ্যান চালক, প্রতিবন্ধী, পরিবহণ শ্রমিক, দর্জি, মুচি, জেলে, কাঠ শ্রমিক, কুলি, হোটেল শ্রমিক, তালা মেরামত কারী, নির্মাণ শ্রমিকেরা। তিনি বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোর বিধি নিষেধ চলাকালে প্রকৃত পক্ষে যারা খাদ্য সংকটে পড়েছেন তাদের সঠিক ভাবে চিহিৃত করে এই উপহার বিতরণ কর্মসুচীর আওতায় আনা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তি, নারী ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তি, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ ওয়াদুদ রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।