শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম ::

ড. শামছুল আলম পরিকল্পনা প্রতিমন্ত্রী হওয়ায় মতলব উত্তরে শোকরানা মিলাদ ও দোয়া

ইসমাইল খান টিটু মতলব উত্তর :
  • আপডেট সময় শনিবার, ১৭ জুলাই, ২০২১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম ইসলামাবাদ গ্রামের কৃতি সন্তান ড. শামছুল আলম মহন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হওয়ায় শোকরানা মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু বাতেন ও সকল ইউপি সদস্যদের উদ্যোগে সুজাতপুর বাজারস্থ পার্টি অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার সন্ধ্যায় গণভবনে শপথ গ্রহণ করবেন ড. শামছুল আলম মহন। শোকরানা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু বাতেন বলেন, যারা সততা ও নিষ্ঠার সাথে কাজ করলে মহান আল্লাহ তার ফল দেন। আমাদের ড. শামছুল আলম মহন একজন সৎ ও মেধাবী পরিশ্রমী ব্যক্তি। তিনি বাংলাদেশের জন্য অনেক কিছু করেছেন। যার কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এই সম্মানীত স্থানে বসালেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ ও প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। বাতেন চেয়ারম্যান আরও বলেন, ড. শামছুল আলম মহন মতলব ব্রীজের কাজসহ অনেক অনেক বড় প্রকল্প নিয়ে কাজ করেছেন। আগামীতে মতলবের উল্লেখযোগ্য উন্নয়ন তার নেতৃত্বে বাস্তবায়ন হবে বলে আমি বিশ্বাস করি। আমরা মাননীয় প্রতিমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি। ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামান, উপজেলা যুবলীগ নেতা মিরাজ খালিদ, উপজেলা যুবলীগের সদস্য শরীফ সরকার, ফতেপুর পুর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু অমৃতলাল নাগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন, ফতেপুর পুর্ব ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস প্রধান, সুজাতপুর ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম জামাল উদ্দিন, ৩নং ওয়ার্ড মেম্বার আমির হোসেন, ৭নং ওয়ার্ড মেম্বার খলিল মিয়াজী, ৬নং ওয়ার্ড মেম্বার মনির হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী পারভীন শরীফ, সুজাতপুর বাজার বণিক সমবায় সমিতির সভাপতি বিল্লাল হোসেন বেপারী, সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান, ইসলামাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জালাল উদ্দিন ভুইয়া, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার মুক্তা, ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন পাটোয়ারী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন হিমু, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম শান্ত প্রমুখ। এসময় মমরুজকান্দি সপ্তগ্রাম উবির ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আঃ রহিম পাঠান, সুজাতপুর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মাইনুদ্দিন সরকার, আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন, সাবেক ইউপি সদস্য ঝাড়–ন মিয়া, ছাত্রলীগ নেতা নুরুজ্জামান ও ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের সকল মেম্বারগণ সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা রবিউল ইসলাম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com