বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিরঝিল থানা পশ্চিমের উদ্যোগে ঈদ-উল আযহা উপলক্ষ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদের শুভেচ্ছা হিসেবে ২১ ও ২২ জুলাই হাতিরঝিল-মগবাজার-বাংলামোটর, নয়াটোলা এলাকার ইয়াতিম খানা, মসজিদের ঈমাম- মুয়াজ্জিন- খাদেম, বস্তিবাসী, নিরাপত্তা কর্মী, সুবিধাবঞ্চিত ও অস্বচ্ছল ১৮ শত পরিবারের মাঝে, চাল-ডাল-তেল ও কুরবানী গোশত বিতরণ করা হয়েছে।
সংগঠনের ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য ও হাতিরঝিল থানা পশ্চিমের আমীর জনাব মু. আতাউর রহমান সরকারের নেতৃত্বে উক্ত কার্যক্রম পরিচালিত হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানা স্বাস্থ্য বিভাগীয় সম্পাদক আবু তানজিল, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা গোলাম মাওলা, তরবিয়ত সম্পাদক আবু সাঈদ মন্ডল, থানা শুরা সদস্য শামিম হোসাইন, ওয়ার্ড সভাপতি আব্দুর রহমান, খন্দকার আব্দুল ওয়াহিদ, মোস্তফা কামাল ও আবুল হোসাইন, ইকবাল হোসেইন, হুসাইন মুহাম্মদ ইফতেখার, হাফেজ জাফর আহমেদ খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।