পবিত্র ঈদ-উল-আযহার ৫ দিন ছুটি শেষে সোনামসজিদ ও মহদিপুর স্থলবন্দর দিয়ে আবারও আমদানি-রপ্তানি শুরু হয়েছে। রোববার সকাল থেকে দুই দেশের মধ্যে এই বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। এর আগে গত মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত ৫ দিন ঈদ-উল আযহার ছুটিতে বন্ধ ছিল বন্দর। রোববার সকাল থেকে পণ্য আমদানি হয়েছে ভারত থেকে। প্রথম দিন বিকেল পর্যন্ত ১৫০ ট্রাক পণ্য নিয়ে সোনামসজিদ বন্দরে প্রবেশ করে। সকাল থেকে বন্দরে পণ্য আনলোডে শ্রমিক কাজে যোগ দিয়েছেন। সোনামসজিদ কাস্টমসের সহকারি কমিশনার মোমিনুল ইসলাম জানান, ঈদের ছুটিতে বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। ছুটি শেষে রোববার বেলা ১১টা থেকে আবারও দুই দেশের মধ্যে সব ধরণের পণ্যের আমদানি শুরু হয়। বন্দরের কর্মকর্তা-কর্মচারী যারা ছুটিতে গিয়েছিলেন সবাই কর্মস্থলে যোগদান করেছে। ব্যবসায়ীরা যাতে বন্দর থেকে আমদানি পণ্য দ্রুতত খালাস নিতে পারেন সেজন্য সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের অর্থনীতি সচল ও পণ্য সরবরাহের ক্ষেত্রে করোনাকালীন আমদানি-রপ্তানি পণ্য ছাড়করণে কাস্টমস যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পণ্য খালাস দিচ্ছে। তিনি আরও জানান, ঈদের পাঁচ দিন ছুটি থাকায় ভারতের মহদিপুরে অনেক পণ্যভর্তি ট্রাক আটকা পড়ে আছে।