রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৩৮ অপরাহ্ন

কালীগঞ্জে লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত

তৈয়বুর রহমান কালীগঞ্জ (গাজীপুর) :
  • আপডেট সময় সোমবার, ২৬ জুলাই, ২০২১

গাজীপুরের কালীগঞ্জে লকডাউন বাস্তবায়নের লক্ষে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রেখে বিভিন্ন বাজার ও গুরুত্বপূণ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিবলী সাদিক। রবিবার সকাল থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত ‘মাস্ক পড়ি নিজে সুস্থ থাকি এবং পরিবারকে সুস্থ রাখি’ এই স্লোগানকে সামনে রেখে লক ডাউন বাস্তবায়নের লক্ষে মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধ নিশ্চিতকল্পে কালীগঞ্জ পৌরসভার বাজার সহ সংলগ্ন এলাকা, ভাদার্তী গ্রাম, সোম বাজার, বঙ্গবন্ধু বাজার, খলাপাড়া গ্রাম, বাশাইর বাজার, জামালপুর বাজার, চান্দেরবাগ বাজার, নারগানা বাজার, সাওরাইদ বাজার, চর সিন্দুর ব্রীজ ও সংলগ্ন এলাকা, মৈশার গ্রাম, একুতা গ্রাম, আওড়াখালী বাজার, বক্তারপুর বাজার, আলাউদ্দির টেক বাজারসহ বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণরোধ নিশ্চিতকল্পে সাধারন জনগণকে মাস্ক পরাসহ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করার নিমিত্তে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক না পড়ার অপরাধে ১৮ জনকে ১৩ হাজার ৪ শত ৫০ টাকা আর্থিক জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সার্বিক সহযোগীতা করেন পুলিশ, আনসার ব্যাটেলিয়ন সদস্যরা। এ সময় সবাইকে মাক্স ব্যবহার করে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দুঃস্থ, রিকশাচালক ও চা বিক্রেতাদের মাঝে বিনামূলে মাস্ক বিতরণ করেন ভ্রাম্যমাণ আদালত।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com