কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্তব্যরত গ্রাম পুলিশ সদস্যদের কাজের গতি ও দক্ষতা বৃদ্ধি জন্য ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে ৯৯টি সাইকেল প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী নিব গ্রাম পুলিশদের এসব সাইকেল প্রদান করেন। বিতরণকালে জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান সাখাওয়াৎ হোসেন সানোয়ার ও ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে গন্ধরাজ দাশ উপস্থিত ছিলেন।