করোনাভাইরাস জয় করে বগুড়ায় ৫ জন বাড়ি ফিরেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে টানা প্রায় ১৪ দিন চিকিৎসা গ্রহণ শেষে বুধবার দুপুরে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল থেকে তাদের আনুষ্ঠানিকভাবে অভিভাদন জানিয়ে ছাড়পত্র দেওয়া হয়। পরে হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা তাদের কড়তালি ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদায় জানায়।
এদিকে ৫ জন সুস্থ হলেও মঙ্গলবার আরও দুইজন করোনায় আক্রান্ত হয়। তাদের একজন বগুড়া শহরের সেউজগাড়ী এলাকার একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা (৪৫), অপরজন বগুড়া শহরের ফুলতলার বাসিন্দা এক শিশু (১২)।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল সূত্রে জানা যায়, গত এপ্রিল মাসের ২০ থেকে ২২ তারিখের মধ্যে সুস্থ হয়ে উঠা ওই ৫জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হয়। ভর্তি হওয়ার পর এই হাসপাতালের চিকিৎসক ও নার্সদের নিবির পরিচর্যায় ছিলেন। চিকিৎসার এক পর্যায়ে তাদের আবারো দুইবার পরীক্ষা করার পর নেগেটিভ এলে তাদের ছাড়পত্র দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। পরে অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শে বুধবার তাদের ছাড়পত্র দেয়া হয়। এর আগে আরো দুইজন সুস্থ হন। এদের একজন রংপুরের বাসিন্দা শাহ আলম ও আদমদিঘির পুলিশ কন্সটেবল আহসান হাবিব।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজার রহমান জানান, বুধবার বগুড়ায় ৫জন সুস্থ হয়েছেন। তাদের অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে ছাড়পত্র দেয়া হযেছে। একই সাথে তাদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। কিছু দিক নির্দেশনাও প্রদান করা হয়েছে। সুস্থ হয়ে উঠা ৫ জনকে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়। ৫ জন সুস্থ হলেও মঙ্গলবার আরো দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়। তাদের মধ্যে এক শিশু অপরজন বেসরকারি ব্যাংকের কর্মকর্তা।
এমআর/প্রিন্স