শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন

শ্রীপুরে ২০০ অন্ধ-প্রতিবন্ধী পেলেন খাদ্য সহায়তা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ৩১ জুলাই, ২০২১

গাজীপুরের শ্রীপুরে ২০০ জন অসহায় অন্ধ-প্রতিবন্ধীদের মধ্যে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করেছেন শ্রীপুর পৌরসভার প্যানেল মেয়র ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. আমজাদ হোসেন বিএ। গতকাল সকালে ব্যক্তিগত উদ্যোগে উপজেলার বহেরারচালা গ্রামে নিজ বাড়িতে অন্ধ-প্রতিবন্ধীদের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু। এছাড়া কয়েকজন বিধবা ও দুস্থ নারীদের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়েছে। মানবিক এই সহায়তা পেয়ে এদিন স্বস্তিতে বাড়ি ফিরেছেন লকডাউনের কারণে অসহায় হয়ে পড়া এসব অন্ধ ও প্রতিবন্ধীরা। এ ধরনের মানুষদের জন্য নিজ উদ্যোগে খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলে জানান কাউন্সিলর।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com