সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:২৮ পূর্বাহ্ন

জেলা পুলিশের সহযোগিতায় বিনামূল্যে অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা প্রদানের উদ্বোধন

আমিনুর রহমান গাইবান্ধা :
  • আপডেট সময় শনিবার, ৩১ জুলাই, ২০২১

গাইবান্ধায় জেলা পুলিশের সহযোগিতায় করোনা রোগীদের বিনামূল্যে এম্বুলেন্স ও অক্সিজেন সার্ভিস গাইবান্ধার করোনা রোগীদের সেবা প্রদানের লক্ষ্যে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৩১জুলাই শনিবার সকালে পুলিশ সুপার কার্যালয় চত্বরে দুটি এম্বুলেন্স ও ১২টি অক্সিজেন সিলিন্ডার উদ্বোধনে প্রদর্শন করানো হয়। উদ্বোধন করেন গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আবু খায়ের, সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মাসুদ, ট্রাফিক পুলিশের টিআই এডমিন নুর আলম সিদ্দিক প্রমুখ। পুলিশ সুপার বলেন- আমরা দুটি এম্বুলেন্স ও ১২টি অক্সিজেনসহ সিলিন্ডার দিয়ে সেবা উদ্বোধন করলাম। পর্যাক্রমে সেবার মান বাড়ানো হবে। ০১৩২০১৩৩২৯৯ এই হটলাইন নম্বরে কল করে যেকোন করোনা রোগী সেবা গ্রহণ করতে পারবেন। এটি চব্বিশ ঘণ্টা খোলা থাকবে বলে জানান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com