মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নিজে লেখা গান গাইলেন রংপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এ্যাড. আতিক উল আলম কল্লোল। ‘তুমি জানতে এক নতুন ভোরে, সূর্যটা উঠবে নতুন করে। অমিয় বাণী তুমি শুনিয়েছিলে জেগে ছিলো বাংলার দামাল ছেলে বজ্রকন্ঠে তুমি বলেছো-আবার এবারের সংগ্রাম স্বাধীনতার, বঙ্গবন্ধু তুমি বাঙ্গালীর আধার, মহান নেতা তুমি এই বাংলার’- এ গানটি নিজেই লিখেছেন এবং নিজেই সূর করেছেন এই আওয়ামী লীগ নেতা। সম্প্রতি রংপুরের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। প্রায় ৫ মিনিটের এ গানে তিনি তুলে ধরেছেন বঙ্গবন্ধুর অবদান এবং বাংলাদেশের ইতিহাস। বঙ্গবন্ধুকে নিয়ে নিজে লেখা গানে কণ্ঠ দেয়া প্রসঙ্গে আওয়ামীলীগ নেতা কল্লোল জানিয়েছেন, ‘আমি নিজেই একজন মুজিব সৈনিক। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে মুজিব বর্ষ উপলক্ষে গানটি করেছি’। গানটির মাধ্যমে আগামী প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর বিভিন্ন অজানা গল্প তুলে ধরার চেষ্টা করেছেন বলেও জানান তিনি। গানটি কবে আসবে জানতে চাইলে তিনি জানান, রবিবার (১লা আগষ্ট) বাংলাদেশ আওয়ামীলীগের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ হওয়ার কথা রয়েছে। সেই সঙ্গে নিউজ সারাক্ষণ নামে একটি ওয়েব পোর্টাল এর ইউটিউব চ্যানেল ও তাদের অফিসিয়াল পেজে প্রকাশ হবে।