শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম ::

লাকসামে ফ্রি ঔষধ বিতরণ ও স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ

তমিজ উদ্দিন চুন্নু (লাকসাম) কুমিল্লা :
  • আপডেট সময় রবিবার, ১ আগস্ট, ২০২১

লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে করোনায় আক্রান্ত হত-দরিদ্র ও অসহায়দের মাঝে ফ্রি ঔষধ বিতরণ ও ফ্রি অক্সিজেন ব্যাংকের সেবাদানকারী স্বেচ্ছাসেবীদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রশিক্ষণ দেয়া হয়। গতকাল বিকেলে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালার শুরুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বলেন, দুর্যোগের সময় মনুষ্যত্যের পরীক্ষা হয়। এখনই সময় পরস্পরকে সহায়তা করার, মানবতা প্রদর্শনের’। দেশে দুর্যোগের ক্লান্তিলগ্নে আমার প্রিয় সংগঠন স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা যে মানবিকতা নিয়ে জনগণের পাশে দাঁড়িছে আমি তাদের এ যুদ্ধে অংশগ্রহণের জন্য গর্ববোধ করছি। দেশের এই দুর্দিনের বাংলাদেশ আওয়ামীলীগের নেতাকর্মীরাই সবার আগে এগিয়ে এসেছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মতো মানবিক সেবা নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা এই মহামারীতে আক্রান্ত জনগণের পাশে থাকতে হবে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ নিজাম উদ্দিন শামিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবী টিমকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রশিক্ষণ প্রদান করেন, লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগনিয়ন্ত্রন) ডাঃ মেহেদী হাসান জিতু। এ সময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর মুনছুর আহমেদ মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবদুল বাতেন চঞ্চল, সম্ভু সাহা, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম টুটুল প্রমুখ। করোনায় আক্রান্তদের সেবা পৌঁছে দিতে সংগঠনটি হট-লাইনও চালু করেছে। হট-লাইন নাম্বারগুলো : সভাপতি মোঃ নিজাম উদ্দিন শামিম ০১৭২৪-২৭৬৬৩৩, সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম ০১৭১১-২২৯৬৬৫, সহ-সভাপতি শম্ভু সাহা ০১৯২১-৪৩৪২২৪, স্বপন সিংহ ০১৭১১-১৫২৪২৫, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুল ০১৭১৫-৫৩৪০৫৩।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com