শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::

ফেনীর ৬টি হাসপাতালে দুই শতাধিক অক্সিজেন সিলিন্ডার বিতরণ

ফেনী প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১ আগস্ট, ২০২১

করোনার সংক্রমণ ভয়াবহ ভাবে ছড়িয়ে পড়ার পর থেকে মুমূর্ষু রোগীদের বাড়িতে বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার পাশাপাশি ফেনী সদর হাসপাতালসহ জেলার ৬টি হাসপাতলে সেন্টাল অটো অক্সিজেন ও বড় সাইজের অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ এর সাবেক চেয়ারম্যান ও শেখ রাসেল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি রকিবুর রহমান। পরশুরামের আশ্রাফপুরে তাঁর পিতা মাতার নামে প্রতিষ্ঠিত আলহাজ্ব আবিদুর রহমান ফাতেমা খাতুন ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে এ সেবামূলক কার্যক্রম চালাচ্ছেন। শনিবার (৩১জুলাই) আনুষ্ঠানিকভাবে ফেনী জেলা সিভিল সার্জনের কাছে এ সিলিন্ডার হস্তান্তর করেন এবং সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পৌঁছে দেন। জানা যায়, ফেনী সদর হাসপাতালে ৪০টি, পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি অটো সেন্ট্রাল অক্সিজেনসহ ২৭টি, ফুলগাজীতে ২৫টি, ছাগলনাইয়া, সোনাগাজী, দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০টি করে বড় অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছেন। এছাড়াও কয়েকটি সেচ্ছাসেবী সংগঠনকে ৪০ টির মত অক্সিজেন সিলিন্ডার বিনামূল্যে দিয়েছেন। আলহাজ্ব আবিব্দুর রহমান ফাতেমা খাতুন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক মাওলানা নুরুল হক হেলাল জানান, পরশুরামের সুবার বাজারের আলহাজ্ব আবিব্দুর রহমান ফাতেমা খাতুনহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন” এর মাধ্যমে বাড়িতে বাড়িতে মুমূর্ষু রোগীদের জন্য ফ্রি অক্সিজেন সেবার আওতায় দীর্ঘদিন ধরে ৪০টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এ সেবা দিয়ে যাচ্ছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com