কুমিল্লার দেবিদ্বারে করোনা পজিটিভ রোগীদের সেবা প্রদানের লক্ষে এমপি রাজী মোহাম্মদ ফখরুলের উদ্যোগে উপজেলা সদরের ‘মাহবুব প্রাঙ্গনে’ আগামী শুক্রবার থেকে চালু হচ্ছে ৩০ বেডের করোনা আইসোলেশন ইউনিট। রোববার দুপুরে কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ওই করোনা ইউনিট পরিদর্শন শেষে আগামী শুক্রবার থেকে ৩০ বেডের করোনা ইউনিটে আনুষ্ঠানিক ভাবে রোগী ভর্তি কার্যক্রম শুরু করার বিষয়টি নিশ্চিত করেন। পরে তিনি এলাকার করোনা রোগীদের সেবার জন্য জন্য ৫০ লিটারে (বড় সাইজ) ২০ টি অক্সিজেন সিলিন্ডার এবং মাঝারি সাইজের আরো ৬০ টি অক্সিজেন সিলিন্ডার সহ মোট ৮০ অক্সিজেন সিলিন্ডার , হ্যালো ছাত্রলীগ, হ্যালো স্বেচ্চাসেবকলীগ ও প্রাইভেট সহপিটাল মালিক সমিতির মাঝে এই অক্সিজেন সিলিন্ডার বিরন করেন। তবে করোনা রোগীদের চিকিৎসা সেবায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর ভবনের তৃতীয় তলাকে ১০ বেডের করোনা ইউনিট হিসেবে ব্যবহার করে আসছিল। সম্প্রতি করোনা মহামারী প্রকোট আকার ধারন করায় ১০ বেডের করোনা ইউনিটে রোগী সংকুলান না হওয়ায়, মাহবুব প্রাঙ্গনে ৩০ বেডের করোনা ইউনিট চালু করা হচ্ছে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, ‘মাহবুব প্রাঙ্গন’র স্বত্বাধিকারী নাবিল মাহমুদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাসেম ওমানী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ কবির, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য ও প্রভাষক মোঃ সাইফুল ইসলাম শামীম, দেবিদ্বার প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনষ্টিক মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ ময়নাল হোসেন, দেবিদ্বার পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান সুমন, ইউপি চেয়ারম্যান শোহরাব হোসেন, ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ সাদ্দাম হোসেন, পৌর যুবলীগের সহ সহ সভাপতি তরিকুল ইসলাম সুমন, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ ইকবাল হোসেন রুবেল, কলেজ ছাত্রলীগ সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক কাজী সিহাব, পৌর ছাত্রলীগ সভাপতি মোঃ সাব্বির আহাম্মদ পলাশ, সাধারণ সম্পাদক নাজমুল হাসান সহ আওয়ামী অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ কবির বলেন, আগামী শুক্রবার থেকে মাহবুব প্রাঙ্গনে ৩০ বেডের করোনা ইউনিট চালু হচ্ছে। ওই ইউনিট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধানে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও জনবল দিয়ে পরিচালিত হবে। আমাদের নিজস্ব ভবনে ১০ বেডের একটি ইউনিট চালু আছে। করোনা মহামারী বেড়ে যাওয়ায় এমপি রাজী মোহাম্মদ ফখরুল মহোদয়ের উদ্যোগে অতিরিক্ত রোগীদের জন্য ওই ইউনিট চালু করা হচ্ছে।