শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন

দেবিদ্বারে দুই পুলিশ কনেষ্টবলকে বিদায় সংবর্ধনা দিলেন ওসি

ফখরুল ইসলাম সাগর দেবিদ্বার (কুমিল্লা) :
  • আপডেট সময় সোমবার, ২ আগস্ট, ২০২১

চাকুরী জীবনের দীর্ঘ ৩৯ বছর শেষে এক ব্যাতিক্রমি বিদায় অভিনন্দনের মধ্য দিয়ে অবসর নিয়ে ফুল আর রঙ্গিন বেলুন সজ্জিত সরকারি গাড়িতে চড়ে নিজ বাড়িতে ফিরেছেন দেবিদ্বার থানায় কর্মরত থেকে অবসর প্রাপ্ত দুই পুলিশ কনেষ্টবল আবদুল বারেক ও মোঃ নুরুল ইসলাম। গতকাল কুমিল্লার দেবিদ্বার থানার জনবান্ধব ও মানবিক অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান এর উদ্যোগে এই ব্যতিক্রমী আয়োজন দেবিদ্বার থানা চত্বরে বিদায় অভিনন্দন অনুষ্ঠানের আয়োজন করেন। দেবিদ্বার থানায় তার সহকর্মীরা সন্মান জনক ভাবে দুই পুলিশ সদস্যকে তার পরিবার ও স্বজনদের মাঝে পৌঁছে দেয়ার জন্য থানার সরকারি গাড়িটিকে ফুল ও রঙ বে-রঙের বেলুনে সজ্জিত করা হয়। বিদায় সম্মাননা ও অভিনন্দন অনুষ্ঠান শেষে দেবিদ্বার থানার ওসি মোঃ আরিফুর রহমান তাদেরকে গাড়িতে তুলে দেন এবং গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। বিদায়ের সময় উৎসুক জনতার দৃষ্টি ছিল সাজানো পুলিশের গাড়িতে ওই গাড়ির দিকে? ব্যাতিক্রমী আয়োজনে পুলিশ সদস্যদের এমন বিদায় জানানোর জন্য দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমানের প্রশংসা করেন দেবিদ্বারবাসী। পুলিশ কনেষ্টবল আবদুল বারেক ও মোঃ নুরুল ইসলাম অনুভূতি ব্যাক্ত করে বলেন, বিগত ৩৯ বছর বাংলাদেশ পুলিশ বাহিনীতে শ্রম দিয়েছি। চাকুরী জীবন ছেড়ে আসার সময় আমার সহকর্মীরা আমাকে যে সন্মান দিয়েছেন সে অনুভূতি প্রকাশের ভাষা আমার নেই। তবে দেবিদ্বার থানার ওসি স্যার ও সকল সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ ব্যাপারে দেবিদ্বার থানার জনবান্ধব ও মানবিক অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান জানান, দেবিদ্বার থানায় এই প্রথম এমন ব্যাতিক্রমি আয়োজনে সামাজিক দুরত্ব বজায় রেখে অবসর প্রাপ্ত দুই পুলিশ কনেষ্টবল আবদুল বারেক ও মোঃ নুরুল ইসলাম কে বিদায় সম্মাননা দেওয়া হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com