শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::

প্রতারণার দুই মামলায় মতলব উত্তরে ১জন গ্রেফতার

মতলব উত্তর প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

চট্টগ্রামের দুই মামলায় প্রতারণা মামলায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার হাশিমপুর গ্রামের গিয়াস উদ্দিন গাজীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত ১ আগষ্ট তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার পিতার নাম মৃত মোঃ আবুল গাজী। গ্রেফতারী পরোয়ানা মুলে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, গত ১ আগষ্ট গোপন সংবাদের ভিত্তিতে গিয়াস উদ্দিন গাজীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় দুইটি প্রতারণা মামলা আছে। সিআর ৩৮৩/১৯ ও ৪৭৬/১৯ এই দুইটি মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত কর্তৃক ওয়ারেন্ট জারি হয়। ওই ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।এখলাছপুর এলাকার একাধিক লোকজন জানান, গিয়াস উদ্দিন প্রতারণা চক্রের একজন সদস্য। তিনি তার এলাকায়ও একাধিক মানুষের কাছে টাকা পয়সা ও বিভিন্ন বিষয়ে প্রতারণা করতেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com