জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্ম বার্ষিকী ও তাঁর জেষ্ঠ পুত্র শহিদ শেখ কামাল এর ৭১ তম জন্ম বার্ষিকীতে গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথম ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয় থেকে ভার্চুয়ালের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে উপজেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, জন প্রতিনিধি ও প্রেস ক্লাবের প্রতিনিধিদের নিয়ে গলাচিপা উপজেলায় প্রস্তুতি মুলক বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়। কর্মসূচীতে আগামী ৫ই আগস্ট শহিদ শেখ কামালের প্রকৃতিতে মাল্যদান, দোয়া মোনাজাত, আলোচনা সভা ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্ম বার্ষিকীতে দোয়া মোনাজাত, মসজিদ-মন্দিরে প্রার্থনা, ৭জন প্রশিক্ষিত দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ, যুব উন্নয়ন থেকে ঋণ প্রদান ও গাছের চারা বিতরণসহ বিভিন্ন কর্মসূচী নেয় হয়েছে। ভার্চুয়াল সভায় মতামত প্রকাশ করেন সহকারী কমিশনার (ভূমি) মো.নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মু. মনিরুল ইসলাম, চিকনিকান্দী ইউপি চেয়াম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, প্রেস ক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন, সাংবাদিক সমিত কুমার দত্ত মলয়, বনিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত প্রমূখ। সভায় উপস্থিত সকলের সিদ্ধান্ত মোতাবেক উক্ত প্রস্তুতি মূলক কর্মসূচী গ্রহণ করা হয়েছে।