বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রোববার সকাল ১১ টায় কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিস সম্মেলন কক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় দেবিদ্বার উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার যৌথ আয়োজনে আলোচনা সভা, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান এর সভাপতিত্বে ও জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানার উপস্থাপনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান, দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ কে এম সফিকুল আলম ভিপি কামাল, দেবিদ্বার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ এ টি এম মেদেহী হাসান, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সদস্য লুৎফর রহমান বাবুল, মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম আলী জিন্নাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা ইয়াসমিন, কৃষি অফিসার আবদুর রউফ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রোজিনা আক্তার।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবা কর্মকর্তা আবু তাহের, প্রাথমিক শিক্ষা অফিসার গাজী আনোয়ার হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, ৬নং ফতেহাবাদ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহনাজ মোস্তফা, দেবিদ্বার প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ফখরুল ইসলাম সাগর সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।