কক্সবাজারের মহেশখালী শাপলাপুরে ছড়া থেকে বালি উত্তোলনের কারণে ফের কয়েকঘন্টা বৃষ্টিতে পাহাড়ি ঢলে ভেঙ্গেছে হাজার মানুষের চলচল একমাত্র রাস্তা। এতে জনদূর্ভোগে পড়েছে এতদাঞ্চলের মানুষ। গতকাল কয়েকঘন্টা প্রবল বর্ষণে মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে চলাচলের একমাত্র রাস্তাটি পাহাড়ি ঢল নেমে ভেঙ্গে চলাচলের অনুপযোগি হয়ে গেছে। এমনভারী বৃষ্টিপাতে প্রধান প্রধান সড়কে পানি ছাপিয়ে গ্রামের অলি-গলিগুলোতে থৈ থৈ দেখা যায়। স্থানীয়রা জানান, রাস্তার উত্তরপার্শ্বে লাগোয়া ছড়া থেকে প্রতাপশালীরা প্রতিনিয়ত বালি উত্তোলন করে উত্তোলন করে বিক্রি করার কারণে এ রাস্তাটির আজ এমন দশা হয়েছে। এমন অসহনীয় দূর্ভোগ নিয়ে স্থানীয় কয়েকজন নেটিজন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষোভ জানিয়েছেন। জানাগেছে, হঠাৎ বৃষ্টির সৃষ্ট পাহাড়ি ঢলে চলাচলের রাস্তাটি ভেংগে চরম ভোগান্তিতে পড়েন জরুরি কাজে বের হওয়া মানুষ। প্রবল বর্ষণে এতদাঞ্চলের অনেক বাড়ি-ঘর পানিতে ডুবে যায়। বৃষ্টির পানিতে পয়োঃবর্জ্যে সয়লাব হয়ে যায়। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য দিল মোহাম্মদ দিলু জানান, সম্প্রতি অতি বৃষ্টি অন্যদিকে ছড়া থেকে বালি উত্তোলনে ভেংগেছে জনবহুল এ সড়কটি। মহেশখালী উপজেলা নিবার্হী অফিসার মোঃ মাহফুজুর রহমান বলেন, যারা ছড়া থেকে বালি উত্তোলন করে জনদূর্ভোগ সৃষ্টি করেছে তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।