বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::
রোনালদোর মতো কোকাকোলার বোতল সরিয়ে দিলেন সিকান্দার রাজা শ্রমিকদের অবিলম্বে অধিকার-ভিত্তিক ক্ষতিপূরণ ও ন্যায়বিচার দেয়ার সুপারিশ সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীর ইন্তেকাল এক কলসি পানির জন্য ১ ঘণ্টা অপেক্ষা হলুদ থেকে সবুজ: অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জার্সি উন্মোচন রোহিঙ্গা প্রত্যাবাসনে ইউরোপের দেশগুলো বাংলাদেশের পাশে আছে: পররাষ্ট্রমন্ত্রী কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন, দেখে দুদক বললো ‘নিম্নমানের কাজ’ সোশ্যাল মিডিয়ার কল্যাণে এক যুগ পর জগুনা বিবিকে ফিরে পেলেন পরিবার ফোন ১০০ শতাংশ চার্জ করা ভালো নাকি খারাপ? জামালপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস পালিত

খাগড়াছড়ির বরিশাল টিলায় আলহেরা জামে মসজিদ উদ্বোধন করেন, এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

আব্দুল্লাহ আল মামুন খাগড়াছড়ি :
  • আপডেট সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১

খাগড়াছড়ি জেলা সদরের ভূয়াছড়ি বরিশাল টিলায় আল হেরা জামে মসজিদ উদ্বোধন করেন, এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা। সোমবার(৯ আগস্ট) বেলা ১২টায় জেলা পরিষদের অর্থায়নে ৩০লক্ষ টাকা ব্যয়ে ৪তলা ফাউন্ডেশনের বরিশাল টিলা জামে মসজিদ আনুষ্ঠানিকতার সাথে উদ্বোধন করা হয়। এলাকার প্রবীণ ব্যাক্তি রুস্তম আলী হাওলাদারের সভাপতিত্বে বরিশাল টিলা জামে মসজিদের শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি ভারত প্রত্যাগত টাস্ক ফোর্সের চেয়ারম্যান, কুজেন্দ্র লাল ত্রিপুরা(এমপি)। এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সচিব বশিরুল হক ভূইয়া, পাজেপ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, সদস্য আশুতোষ চাকমা, সদস্য শুভ মঙ্গল চাকমা, সদস্য মাঈন উদ্দিন, সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, উপজেলা চেয়ারম্যান শানে আলম, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, আওয়ামী লীগের নেতা চন্দন কুমার দে, ২নং কমলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাউপ্রু মারমা, ৫নং ওয়ার্ড মেম্বার আবু তালেব। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তি বর্গরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে বক্তব্য রাখেন, সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়তে দেশে উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় খাগড়াছড়িতেও উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। এ এলাকার উন্নয়নে তিনি আন্তরিকতার সাথে কাজ করে যাওয়ার আশ্বাস দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com