মতলব উত্তর উপজেলা প্রশাসনের সাথে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড, নুরুল আমিন রুহুল এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতলব উত্তর উপজেলা পরিষ কনফারেন্স রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভায় প্রধান অতিথি এড, নুরুল আমিন রুহুল এমপি তাঁর বক্তব্যে বলেন, করোনা মহামারী পরিস্থিতি অত্যন্ত বিপদজনক পর্যায়ে রয়েছে। সরকার আপনাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যাদের বয়স ১৮ বছর বা তদূর্ধ্ব তারা জাতীয় পরিচয় পত্র সহ নিকটস্থ টীকা কেন্দ্রে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণ করবেন। সরকারের বিনামূল্যে কোভিড-১৯ এর টীকা গ্রহণ ও উক্ত কাজে সহযোগিতা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা কর্মীর প্রতি আহবান জানিয়েছেন। এছাড়া সকলকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এবং সরকারের লকডাউনের সকল নির্দেশনা মেনে চলার আহবান জানান। এমপি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করছেন। এই কাজে আমরা প্রত্যেকেই তাঁর সহযোগী। তাই আসুন, আমরা প্রত্যেকেই যে যার অবস্থান থেকে দেশকে এগিয়ে নিতে, স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং নিজের দেশকে উন্নত রাষ্টের কাতারে পৌঁছাতে সকলে একসাথে কাজ করি। তিনি আরো বলেন, সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রভাবমুক্ত থেকে আপনাদেরক নিজ নিজ জায়গা থেকে উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করতে হবে। আপনাদের নিজ দায়িত্ববোধ থেকে এলাকার উন্নয়নের জন্য সরকারের হয়ে কাজ করবেন। যাতে করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশ ঘোষনা করেছেন তা বাস্তবায়নের জন্য আপনাদেরকে কাজ করে যেতে হবে কর্মকর্তাদের মেধা, প্রজ্ঞা ও মননশীলতা দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখছে।, আওয়ামীলীগ জনবান্ধব ও জনগনের ভাগ্যউন্ননে কাজ করে বলেই জনগন আওয়মীলীগের পক্ষে রায় দিয়েছে।তিনি আরো বলেন, মতলবকে আধুনিক উপজেলায় রুপান্তর করতে এবং রাজধানীর সাথে যোগাযোগ সহজকরতে যা যা করা প্রয়োজন তার সবই করা হবে ইনশাআল্লাহ। উপজেলা নির্বাহি কর্মকর্তা গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, সহকারী কমিশনার(ভূমি) আফরোজা হাবিব শাপলা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা, নুসরাত জাহান মিথিন, কৃষি কর্মকর্তা সালাউদ্দিন, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ শাহজাহান কামাল, চাদপুর মতলব উত্তর পল্লী বিদুৎ সমিতির ২ এর ডিজিএম প্রকৌশলী সাদেক মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম প্রধান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরঙ্গজেব সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।