শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন

জয়পুরহাট জেলা পুলিশের জুলাই-২১ মাসের মাসিক কল্যাণ সভা

আব্দুল কাইয়ুম জয়পুরহাট :
  • আপডেট সময় বুধবার, ১১ আগস্ট, ২০২১

জয়পুরহাট জেলা পুলিশের জুলাই/২১ মাসের ফোর্সের মাসিক কল্যান সভা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা-পিপিএম-সেবা এর সভাপতিত্বে লাইনস্ ড্রিলশেডে সামাজিক দূরত্ব বজায় রেখে সভা অনুষ্ঠিত হয়। উক্ত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার সবাইকে সুশৃঙ্খলভাবে পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রদান করেন। কর্তব্য পালনকালে উদ্ভুত যে কোন সমস্যা উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করার পরামর্শ প্রদান করেন। ফোর্সের বিভিন্ন দাবী দাওয়া ও সমস্যাগুলো শুনেন এবং ফোর্সের সর্বাধিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে সেগুলো দ্রুত সমাধানের জন্য ইউনিট ইনচার্জগণকে নির্দেশ প্রদান করেন। জয়পুরহাট জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম-সেবা যোগদানের পর থেকে মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ, বিপিএম(বার)এর নির্দেশিত ০৫টি লক্ষ্যের অন্যতম ফোর্সের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করণের লক্ষ্যে পুলিশ লাইনস ডাইনিং মেস আধুনিকায়নসহ রান্না ঘর নির্মাণ করেন,ফোর্সের সুবিধার্থে পুলিশ লাইনস্-এ কফি চত্বর এবং আধুনিক মানের ক্যান্টিন চালু করাসহ দর্শনীয় গোলাপ বাগান তৈরী করেন এবং পুলিশ সুপার এর ব্যক্তিগত উদ্যোগে ২২৮৬১ মাস্ক, ১৬,৯০৫(২৫০সম) পিচ হ্যান্ড স্যানিটাইজার, ৬২,২২০ পিচ সিভিট এবং ৭৫,৬৯০ পিচ জিংক-বি ট্যাবলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন), মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), মোঃ আব্দুস ছালাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল), মোঃ ইশতিয়াক আলম, সহকারী পুলিশ সুপার(শিক্ষানবিস), মোঃ মেহেদী ইসলাম, জয়পুরহাট এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জগণসহ বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com