নীলফামারীর চিলাহাটিতে অগ্নিকান্ডে পুড়ে গেছে গ্যাস ভাংড়ি ব্যবসায়ীর গুদাম। বুধবার(১১ আগষ্ট) রাত ১টার দিকে ওই এলাকার গোমনাতী বাজারে দূর্ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানান, রাতে বন্দর মসজিদ সংলগ্ন ভাংড়ি ব্যবসায়ী মোকতাদেরুল ইসলামের গুদামঘরে অগ্নিকা-ের ঘটনা ঘটে। এলাকাবাসী চিলাহাটি ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনও অগ্নিকা-ের কারণ জানা যায়নি। ব্যবসায়ী মোকতাদেরুল জানান, তার গুদামে কোন বৈদ্যুতিক সংযোগ নেই কিংবা আগুন দ্বারা কোন কাজও করা হয়না। গুডামের সাথে মসজিদের কবরস্থান, আশেপাশে আর কোন ব্যবসায়ী কিংবা আবাসিক প্রতিষ্ঠানও নেই। তার পরও এত রাতে কিভাবে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে তিনি বুঝতে পারছেন না। তার গুদামে দুই লক্ষাধিক টাকার মালামাল ছিল বলে তিনি জানান। ওই এলাকার ইউপি সদস্য বিনয় দেবনাথ অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেন।