সরকারী নির্দেশনা থাকলেও লালমোহন উপজলোর পশ্চিম চরউমেদ ইউনিয়নে ১৫ আগস্টরে ড্রপডাউন ব্যানার অধিকাংশ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে ব্যবহার না করায় সচেতন মহলে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। শ্রম ও র্কমসংস্থান মন্ত্রণালয় প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব নাইমা আফরোজ ইমা স্বাক্ষরতি গত ২৭ জুলাই ২০২১ এর একটি জরুরী প্রজ্ঞাপণ সূত্রে জানা যায়, আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতীর জনক শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টের সকল শহীদদরে প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে সরকারী/অন্যান্য র্কমসূচী প্রতিপালনের পাশাপাশি ১ আগস্ট থেকে সকল সরকারী, আধাসরকারী, স্বায়ত্ত:শাসিত প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, শিক্ষা ও বেসরকারী প্রতিষ্ঠান সমুহের ভবনে ড্রপডাউন ব্যানার লাগানোর জন্য নির্দেশনা দেওয়া হয়। উপজেলার পশ্চিম চরউমদ ইউনিয়নের, ইউনিয়ন পরিষদ, পোস্ট অফসি, ভূমি অফিস, গ্রামীণ ব্যাংক ও আশা এনজিও এর ২টি সংস্থাতে ১৫ আগস্টের ড্রপডাউন ব্যানার লাগানো হয়নি। ১ আগস্ট থেকে ড্রপডাউন ব্যানার লাগানোর কথা থাকলেও মাসের ১২ তারিখেও লাগানো হয়নি ব্যানার। যা সরকারী নির্দেশনার প্রতি এক প্রকার বৃদ্ধাঙ্গলী প্রদর্শনের শামিল। সরকারী নির্দেশনা থাকলেও ড্রপডাউন ব্যানার ব্যবহার না করায় সচেতন মহলে সমালোচনার ঝড় বইছে। এব্যাপারে গজারিয়া পোস্ট অফিসের পোস্ট মাস্টার আবু তাহের জানান, আমাদেরকে ব্যানার লাগানোর ব্যাপারে কিছু বলা হয়নি, তবে গতকাল একটি পোস্টার পাঠানো হয়েছে তা আমরা লাগিয়েছি। পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবু ইউসুফ কল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ইউনিয়ন ভূমি উপ-সহকারি সুনিল দাস জানান, আমাদেরকে ব্যানার লাগানোর ব্যাপারে কোন নির্দেশনা দেওয়া হয়নি। উপজেলা ভূমি ও (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, যারা সরকারী নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনআনুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।