করোনায় ক্ষতিগ্রস্থ সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তা (দ্বিতীয় পর্যায়ের) চেক বিতরণ বুধবার টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চেক প্রদান অনুষ্ঠানে প্রত্যেকের নামে ১০,০০০/- (দশ হাজার) টাকার চেক ৩২ জন সাংবাদিককে প্রদান করা হয়। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে জেলা প্রশাসক আতাউল গণি প্রধান অতিথি থেকে সাংবাদিকদের কে চেকগুলো প্রদান করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আমিনুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা সতেন্দ্র পাল, সাংবাদিক অরণ্য ইমতিয়াজের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সম্পাদক কাজী জাকেরুল মওলা। জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্যে বলেন বস্তুনিষ্ঠভাবে সমালোচনা করবেন। বস্তুনিষ্ট সাংবাদিকতা এবং সমালোচনাই দেশ এবং জাতিকে উন্নতির দিকে নিয়ে যায়। তিনি আরো বলেন সাংবাদিক এবং লেখকদেরকে পাঠকদের চেয়ে অনেক বেশী জানতে হবে জ্ঞান রাখতে হবে। কেননা বর্তমান সময়ের তথ্য-প্রযুক্তির সুবিধা পাঠকদের সামনে সবকিছু সহজে জানা এবং বোঝার সুযোগ রয়েছে। তাই সাংবাদিকদের লিখনীতে শব্দ প্রয়োগ এবং চয়নে অনেক বেশি দক্ষতার পরিচয় দিতে হবে। কারন একটা লেখা, একটি সংবাদ অনেক শক্তিশালী এবং সাংবাদিকদের জন্য চ্যালেঞ্জ।