বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন

গাইবান্ধায় লিখন হত্যায় তিন দফা দাবীতে স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ মিছিল

আমিনুর রহমান গাইবান্ধা :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

গাইবান্ধায় মনজুরুল হাসান লিখন হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে বন্ধু মহলের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ সুপারের মাধ্যমে রংপুর রেঞ্জের ডিআইজি ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বরাবরে তিনদফা দাবী সম্মিলিত বন্ধু এসএম খাদেমুল ইসলাম খুদি স্বাক্ষরিত স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিলটি শহরের পাবলিক লাইব্রেরি হতে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক মো. আবদুল মতিন ও পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মোঃ আবু খায়ের স্মারকলিপি গ্রহণ করেন। তিন দফা দাবীর মধ্যে লিখন হত্যাকান্ডের মূল আসামীদের অবিলম্বে গ্রেফতার, দ্রুততম সময়ের মধ্যে মামলার অভিযোগপত্র দাখিল ও মামলাটি দ্রুত বিচার ট্রাইবুনালে নিষ্পত্তি করার জন্য আহবান করেন বন্ধু মহল। বন্ধু মহলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিব, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আলহাজ্ব সাঈদ হোসেন জসিম, সাবেক ভিপি খাদেমুল ইসলাম খুদি,সাবেক ছাত্রলীগ সভাপতি ওয়াজেদ হাসান শাওন, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক চঞ্চল সাহা, জাতীয় যুব জোটের সভাপতি সুজন প্রসাদ, জেলা যুবলীগ নেতা – তৌহিদ হাসান রুস্তি, কামনাশীস বুলেট, মশিউর রহমান, হারুন অর রশিদ হারুন, আব্দুর রকিব জিতু, বুলবুল আহমেদ বাপ্পি, মোস্তফা আল মামুন সুমন,মাহমুদ হাসান মাসুম, জিয়াউর রহমান সুমন, পৌর আওয়ামীলীগ নেতা জাকির হায়দার প্রমুখ। বক্তারা লিখনসহ দ্রুত সকল হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য জোরদাবী জানান। সেই সাথে সাম্প্রতিক সময়ে গাইবান্ধায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অবসান ঘটিয়ে শান্ত সুশৃঙ্খল পরিবেশ তৈরি হবে এমন আশাবাদ ব্যক্তকরেন লিখনের বন্ধু মহল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com